ছোট পর্দায় ফিরতে আপত্তি নেই, জানালেন রজতাভ
RBN Web Desk: টেলিভিশনে ফিরতে আপত্তি নেই, এমনটাই জানালেন অভিনেতা রজতাভ দত্ত। ২০০৯ সালের পর ছোট পর্দায় আর কাজ করেননি জনপ্রিয় এই অভিনেতা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রজতাভ জানালেন, টেলিভিশন নিয়ে তাঁর কোনও গোঁড়ামি নেই। তবে এক একটা ধারাবাহিকের কাজ প্রায় বছর দুয়েক ধরে চলে। শ্যুটিংও চলে মাসে অন্তত ২০-২২ দিন। এতটা সময় টেলিভিশনকে দিলে তাঁর নাটক বা ছবির কাজ ব্যহত হবে, বললেন রজতাভ।
তবে কিছু শর্ত পূরণ হলে তবেই টেলিভিশনে ফিরতে পারেন তিনি। কি সেই শর্ত?
‘চলতি হাওয়ার পন্থী আমি কোনওদিনই ছিলাম না’
রজতাভ জানালেন, ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র হলে তবেই ছোট পর্দায় ফের দেখা যেতে পারে তাঁকে। এছাড়াও কাজটি নির্দিষ্ট সংখ্যক পর্বের হতে হবে এবং অবশ্যই গল্প পছন্দ হতে হবে, বললেন রজতাভ।
তবে শীঘ্রই মীরাক্কেল সিজ়ন ১০-এ বিচারকের ভূমিকায় আবার দেখা যাবে রজতাভকে।