তিন নারীর জীবনের রোজনামচার কাহিনী অর্জুনের ‘গুলদস্তা’
কলকাতা: ডলি, শ্রীরূপা ও রেণু। এই তিন নারীর জীবনের নানান ওঠাপড়াকে কেন্দ্র করে পরিচালক অর্জুন দত্ত নিয়ে আসছেন তাঁর দ্বিতীয় ছবি ‘গুলদস্তা’। ছবির তিন কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় থাকছেন অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখোপাধ্যায় ও ঈশান মজুমদার। গতকাল শহরে এই ছবি ঘোষণা করলেন অর্জুন। উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
‘গুলদস্তা’র কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন অর্জুন। “এটা পুরোপুরি নারীকেন্দ্রিক ছবি। তিনজন মহিলার জার্নি, তাদের জীবনের নানা টানাপোড়েন, আবেগ, এসবই থাকবে গল্পে। সমকালীন সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে ছবির গল্প লেখা হয়েছে,” জানালেন তিনি।
ছবিতে ডলির ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। সংবাদমাধ্যমকে জানালেন, “‘গুলদস্তা’র মূল আকর্ষণ হল সরল সাধাসিধে গল্প। বেশিরভাগ ছবিতেই আমি খুব জটিল চরিত্রে অভিনয় করে এসেছি। এটা খুব সাধারণ একটা চরিত্র। ডলি একজন অবাঙালি মহিলা। তার হাঁটাচলা কথাবার্তা এইসব একটু অন্যভাবে হবে।” অর্পিতার সঙ্গে এটি তাঁর প্রথম ছবি। তাই একসঙ্গে কাজ করতে তিনি খুবই আগ্রহী বলে জানালেন স্বস্তিকা।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
এই ছবির আর এক মুখ্য চরিত্র রেণুর ভূমিকায় থাকছেন দেবযানী। “অর্জুনের গল্পটা আমার খুব ভালো লেগেছে,” জানালেন তিনি। “রেণু একজন সহজ সরল সাধারণ গৃহবধূ। এরকম চরিত্রে আমাকে খুব একটা ভাবা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি নেগেটিভ চরিত্র পাই। রেণু তার থেকে একেবারেই আলাদা। ওপর থেকে দেখলে তার জীবনে সবই আছে, অথচ কোথাও গিয়ে একটা শূণ্যতা তৈরি হচ্ছে।”
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকা অভিজিত গুহ জানালেন, “অর্জুনের সঙ্গে আমার পরিচয় হয় কিছুদিন আগে। ওর প্রথম ছবি ‘অব্যক্ত’ আমার খুব ভালো লেগেছিল। তাই ও যখন আমাকে এই কাজটা করতে বলল, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। প্রথম ছবিতে অর্জুন এত ভালো কাজ করেছে, আশা করা যায় দ্বিতীয়টা আরও ভালো হবে। তাছাড়া আমি তো অভিনেতা নই, তবুও যখন কাজের প্রস্তাব আসে তার মানে নিশ্চয়ই কিছু ভেবেই পরিচালকরা আমাকে ডাকেন।”
অর্জুনের পরিচালনায় অর্পিতার দ্বিতীয় ছবি ‘গুলদস্তা’। এর আগে ‘অব্যক্ত’তে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। “‘গুলদস্তা’য় আমার চরিত্রটার নাম শ্রীরূপা,” জানালেন অর্পিতা। “শ্রীরূপার জীবনে সবই রয়েছে যা একজন বিবাহিতা মহিলাকে সুখী করতে পারে। তার স্বামী সুপ্রতিষ্ঠিত। অথচ এই সবকিছু থেকেও কোথাও যেন শ্রীরূপা নিজেকে অসম্পূর্ণ মনে করে। সে আসলে ভীষণ একা। চরিত্রটা আমাদের সকলেরই খুব চেনা। আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষকে আমরা দেখতে পাই।”
আরও পড়ুন: সত্যজিৎ ও রেলভূত
তবে স্বস্তিকার সঙ্গে প্রথমবার কাজ করার ব্যাপারে একটু নার্ভাস লাগছে বললেন অর্পিতা। “একজন অভিনেত্রী ও মানুষ হিসেবেও আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি,” বললেন তিনি।
ছবিতে একটাই গান থাকছে, সুর করেছেন সৌম্যঋত।
আগামী মাসে থেকে শুরু হবে ‘গুলদস্তা’র শ্যুটিং।