দর্শক যেন বলে আমি নই, নগেন্দ্রপ্রসাদ খেলছে: দেব

কলকাতা: বাঙালিকে আত্মবিস্মৃত জাতি বলা হয়। কারণ তার নিজের ইতিহাস সম্পর্কে সে সচেতন নয়। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বাঙালি বিপ্লবীদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এ কথা সকলেরই জানা। তবে সশস্ত্র বিপ্লবের পাশাপাশি বাঙালি অন্যভাবেও ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বাংলায় প্রথম ফুটবল খেলার প্রচলন করেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাঁকেই ভারতীয় ফুটবলের জনক বলে মনে করা হয়। ফুটবল মাঠে গোরাদের হারিয়ে ১৮৯২ সালে তিনি প্রমাণ করে দেন, চেষ্টা করলে বাঙালিরাও পারে। সেই মানুষটির জীবন অবলম্বনে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ‘গোলন্দাজ’। অভিনয়ে রয়েছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, ইন্দ্রাশিস রায়, শ্রীকান্ত আচার্য, জন ভট্টাচার্য ও জয়দীপ মুখোপাধ্যায়। ১৫ এপ্রিল ছবির টিজ়ার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিল টিম ‘গোলন্দাজ’। 

১৮৭৯ সালে প্রথম ফুটবলে লাথি মারেন নগেন্দ্রপ্রসাদ। এরপর তিনি একে-একে নানা ফুটবল ক্লাব তৈরি করেন, যেমন বয়েজ় ক্লাব, ওয়েলিংটন ক্লাব। এভাবেই ১৮৮৭-তে গড়ে ওঠে শোভাবাজার ক্লাব। আর এই ক্লাবই একদিন ইংরেজদের খেলায় তাদেরকেই হারিয়ে দেয়। এই ঘটনাকে সামনে রেখে ‘গোলন্দাজ’ বানিয়েছেন ধ্রুব।

আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস

‘গোলন্দাজ’ সম্পর্কে ধ্রুব জানালেন, “এই ছবিটা আমার কাছে একটা প্যাশন বলা যায়। আর এই ছবিকে ঘিরে এতজন মানুষ এতদিন ধরে যেভাবে খেটেছে, ছবিটা মুক্তির জন্য অপেক্ষায় থেকেছে, সেই আবেগকে বর্ণনা করার মত ভাষা আমার জানা নেই। ‘গোলন্দাজ’ তৈরির আগেও তার রিসার্চ ও ফুটবল টিমটা বানানো, তাদের প্র্যাকটিসের জন্য যে পরিশ্রম করা হয়েছে, সেটা একটা ছবির জন্য কখনও হয়েছে বলে আমার জানা নেই। আমরা এক বছরের বেশি সময় ধরে এই ছবিটার অপেক্ষায় রয়েছি। যে বিশাল ক্যানভাসে ছবিটা হয়েছে, বাংলায় তার খুব বেশি নিদর্শন নেই।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

করোনাকালে ছবি মুক্তির ক্ষেত্রে এখনও সবকিছু স্বাভাবিক হয়নি। সেখানে এত বড় মাত্রায় এই ছবির টিজ়ার মুক্তি বলে দেয় বাংলা ছবি আবার ছন্দে ফিরতে চাইছে। এই প্রসঙ্গে অনির্বাণ জানালেন, “গত এক বছরে পরিস্থিতি যেভাবে পাল্টে গেছে, সেখানে এরকম একটা বড়মাপের ছবি আসার খুব দরকার ছিল। আমরা মানুষকে বলছি না যে নিজের ক্ষতি করে প্রেক্ষাগৃহে আসুন। তবে যেখানে বাকি সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সেখানে এরকম একটা ছবি সাবধানতা অবলম্বন করে প্রেক্ষাগৃহে এসেই দেখতে হবে। এই ছবিটার পেছনে যে পরিমাণে রিসার্চ আছে, সেটা মানুষ ছবিটা দেখলে বুঝবেন।”

এতদিন ধরে সেভাবে ছবি না আসায় মানুষের মধ্যেও একটা প্রত্যাশা তৈরি হয়েছে। ‘গোলন্দাজ’ সেই আশা পূরণ করবে বলেই মনে করেন অনির্বাণ। “‘গোলন্দাজ’ তো শুধু ফুটবলকেন্দ্রিক ছবি নয়, ভারতীয় তথা বাঙালির ইতিহাসকে এই ছবি যেভাবে তুলে আনবে তা এর আগে কখনও করা হয়নি,” দাবি অনির্বাণের। 




প্রথমবার কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত দেব জানালেন, “প্রথম যখন চরিত্রটার কথা শুনি, স্বাভাবিকভাবেই আমি খুব আগ্রহী হই। এরকম একজন কিংবদন্তির চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। আমার শুরুতেই মনে হয়েছিল, নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে দর্শক বলে দেব নয়, নগেন্দ্রপ্রসাদ ফুটবল খেলছে। সেটা করার জন্য যে পরিশ্রমটা আমরা করেছি, সেটাই দর্শক পর্দায় দেখতে পাবেন। এ ছবি দেখে দর্শক হতাশ হবেন না এটা নিশ্চিতভাবে বলতে পারি।” 

ছবির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন সৌমিক হালদার। সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।

আগস্টে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’।

 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *