কৌশিক, উজানের ‘লক্ষ্মী ছেলে’র দক্ষিণ আফ্রিকা পাড়ি
RBN Web Desk: দক্ষিণ আফ্রিকায় প্রদর্শিত হলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘লক্ষ্মী ছেলে’। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিকপুত্র উজান গঙ্গোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও বাবুল সুপ্রিয়। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব র্যাপিডলায়নে মনোনীত হয়েছিল ‘লক্ষ্মী ছেলে’। খুশি গোটা টিম।
করোনা অতিমারীর বিপুল প্রভাব পড়েছে বিনোদন জগতে। ক্যানবন্দী হয়ে পড়ে আছে বহু ছবি। ২০২০ সালে ‘লক্ষ্মী ছেলে’ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার প্রকোপে তা স্থগিত হয়ে যায়। এরই মাঝে র্যাপিডলায়নে এই ছবির প্রদর্শন কিছুটা হলেও আশার বার্তা বয়ে এনেছে।
আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস
“এই প্রাপ্তি গোটা টিমের,” সংবাদমাধ্যমকে জানালেন উজান। “এরকম একটা নামকরা ফেস্টিভ্যালে আমাদের ছবি নির্বাচিত হয়েছে এটা ভেবে ভালো লাগছে। তবে আমরা যেতে পারিনি বলে বেশ খারাপও লাগছে। অতিমারীর কারণে, আমাদের এখানে এই ছবি কবে মুক্তি পাবে জানা নেই। তবে বিশ্ব দরবারে আমাদের ছবি পৌঁছাচ্ছে এটাই অনেক বড় বিষয়।”
২০১৫ সালে প্রথমবার হিস্টোরিক মার্কেট থিয়েটারে শুরু হয় ‘র্যাপিডলায়ন’। মূলত ব্রাজি়ল, রাশিয়া, চীন ও ভারতে নির্মিত ছবির প্রতি জোর দেওয়া হয় এই উৎসবে।
ধর্মকে হাতিয়ার করে মানুষ যখন মান এবং হুঁশ খুইয়ে জাতের নামে বজ্জাতি শুরু করে, কুসংস্কার আর একগুঁয়েমির মুখোশ পরে সমাজকে কূপমণ্ডূক করে রাখতে চায়, ঠিক সেইসময় ঈশ্বর নিজেও যেন মানুষের শরণাপন্ন হন। এই বিষয় নিয়েই, বাস্তব ঘটনা অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন কৌশিক।
“র্যাপিডলায়ন খুবই নামকরা ফিল্ম ফেস্টিভ্যাল। ‘লক্ষ্মী ছেলে’ এখানে নির্বাচিত হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। কোভিড পরিস্থিতির কারণে ছবিটা এখানে এখনও মুক্তি পায়নি। তবু তার আগে এরকম একটা খবর খুবই আনন্দের,” জানালেন কৌশিক।