মাত্র ২০ দিনে শুটিং শেষ করলেন যীশু, সোলাঙ্কি
RBN Web Desk: করোনা পরিস্থিতিকে সামাল দিয়েই মাত্র ২০ দিনের মাথায় শেষ হলো ‘বাবা বেবি ও…’-এর শুটিং। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ পরিচালনা করেছিলেন অরিত্র। ছবির মুখ্য দুটি চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত ও সোলাঙ্কি রায়।
বছর চল্লিশের মেঘ (যীশু) সারাজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ে না করেও পিতৃত্বের স্বাদ নিতে চায় সে। বর্তমান সমাজে উন্নত চিকিৎসাশাস্ত্রের কারণে সারোগেসি পদ্ধতিতে দুই যমজ সন্তানের বাবা হয় মেঘ। এদিকে মেঘের প্রেমে পড়ে বৃষ্টি (সোলাঙ্কি)। তবে যমজ সন্তানের কারণে মেঘকে বিবাহিত ভেবে ফেলে সে। অন্যদিকে বাচ্চাকাচ্চাও একবারেই পছন্দ করে না বৃষ্টি। এই নিয়েই শুরু হয় বাবা আর বেবিদের মধ্যিখানে ‘ও’-এর আগমন।
আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস
কমেডি ধাঁচের এই ছবির শুটিং শুরু হয় ২১ মার্চ। কোভিড পরিস্থিতির এই আকাল মহামারীর মধ্যে সবরকম সতর্কতা মেনেই ৯ এপ্রিল শেষ হয় শুটিং। সোলাঙ্কিকে এই প্রথম বড়পর্দায় দেখা যাবে। শুটিং শেষ হয়ে যাওয়ায় তাঁর বেশ মনখারাপ। “শুটিংয়ের প্রথম দিন থেকেই নার্ভাস ছিলাম কারণ বড়পর্দায় এটাই আমার প্রথম কাজ। বৃষ্টি চরিত্রটির প্রতি সুবিচার করতে পেরেছি বলেই মনে হয়। আশা করি ছবিটা দর্শকদের ভালো লাগবে,” জানালেন সোলাঙ্কি।
শুটিং সেরে আপাতত কিছুটা অবসর সময় কাটাচ্ছেন যীশু। বাস্তব জীবনে তিনি নিজেও দুই সন্তানের পিতা। এই ছবিতে বাচ্চাদের কাজ করার অভিজ্ঞতা কেমন? “ছবির চিত্রনাট্য অভিনব,” বললেন যীশু। “আমি নিজে ভীষণ বাচ্চা ভালোবাসি। ওদের সঙ্গে কাজ করতেও ভালোবাসি। ওদের সঙ্গে ভীষণ খুশিমনে, সমস্ত নেগেটিভিটি দূরে সরিয়ে রেখে কাজ করা যায়। প্রায় এক বছর পর একটা বাংলা ছবিতে কাজ করলাম। সবমিলিয়ে ভীষণ ভালো লাগছে। বাকিটা দর্শক বলবেন।”