শুরু হলো ‘নয়ন রহস্য’-এর শ্যুটিং
RBN Web Desk: শুরু হলো ‘নয়ন রহস্য’ ছবির শ্যুটিং। ‘হত্যাপুরী’র পর ফেলুদা সিরিজ়ের পরবর্তী ছবিতে হাত দিলেন পরিচালক সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র প্রদোষ মিত্র ওরফে ফেলুদাকে নিয়ে এটি তাঁর নবম ছবি। আগের ছবিতেই অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদার ভূমিকায় দেখা গিয়েছে।
অসামান্য প্রতিভাধর একটি ছোট্ট ছেলে নয়নের ক্ষমতার বিকাশ ও তার অপব্যবহার করতে চাওয়া কিছু মানুষকে ঘিরে ফেলুদার এই কাহিনি। ১৯ আগস্ট শুরু হয়েছে ছবির শ্যুটিং।
এর আগে সন্দীপের ছবিতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। মাঝে ‘বাদশাহী আংটি’ ছবিতে আবির চট্টোপাধ্যায় এলেও তিনি ফেলুদা হিসেবে স্থায়ী হননি। দীর্ঘদিন বাদে গতবছর পরিচালক এই চরিত্রে অভিনেতা বদল করলেন। ‘হত্যাপুরী’ ছবিতে জটায়ুর ভূমিকায় দেখা গেছে অভিজিৎ গুহকে এবং তপেশের ভূমিকায় ছিলেন আয়ুশ দাস। এবারের ছবিতেও এই অভিনেতারা থাকবেন। এছাড়াও থাকছেন দেবনাথ চট্টোপাধ্যায়। তিনিও আগের ছবিতে অভিনয় করেছেন।
আরও পড়ুন: ক্রাউড ফান্ডিংয়ের কাঁধে চেপে ভাগ্যলক্ষ্মীর আগমন
‘বোম্বাইয়ের বোম্বেটে’ ও ‘গোলকধাম রহস্য’-এর পর সন্দীপের ছবিতে আবারও দেখা যাবে রাজেশ শর্মাকে। এছাড়াও দৈত্যাকার চেহারার গাওয়াঙ্গির ভূমিকায় থাকবেন দক্ষিণের চরণদীপ সুরনেনি। ‘বাহুবলী’ ছবিতে কালকেয়র ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সন্দীপের পুত্র সৌরদীপ রায় থাকবেন সহকারী পরিচালকের ভূমিকায়। পোশাক পরিকল্পনায় আগের মতোই থাকবেন ললিতা রায়। তবে ফেলুদার ছবির ক্ষেত্রে যেমন বড়দিনে ছবির মুক্তি বাঁধা থাকে এবারে হয়তো তা হবে না।
ডিসেম্বরের পরিবর্তে আগামী গ্রীষ্মে কোনও সময় মুক্তি পেতে পারে ‘নয়ন রহস্য’।
ছবি: RBN আর্কাইভ