আইসিইউ থেকে কেবিনে সৌমিত্র, কাজে ফেরা নিয়ে সাবধানবাণী চিকিৎসকদের

কলকাতা: আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ১৪ আগস্ট সকালে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় বিশিষ্ট এই অভিনেতাকে দক্ষিণ কলকতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ছাড়াও শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার কারণে কিছুটা আচ্ছন্নবোধও করছিলেন সৌমিত্র। এছাড়া নিউমোনিয়াতেও ভুগছিলেন তিনি।

তবে গতকালই অভিনেতার শারীরিক পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে যে আজ সকালেই আইসিইউ থেকে সরিয়ে কেবিনে দেওয়া হয়েছে তাঁকে। জ্বর নেই, অক্সিজেন দেওয়ার মাত্রাও কমানো হচ্ছে ধীরে ধীরে। স্বাভাবিকভাবে খাবার খেতেও কোনও সমস্যা হচ্ছে না ৮৪ বছর বয়সী এই অভিনেতার। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন সাত সদস্যের মেডিক্যাল বোর্ড।

আরও পড়ুন: পদাবলীর হাত ধরে মঞ্চে ফিরল ‘ক্ষুদিরাম’

আজ সকালে সৌমিত্রর সঙ্গে দেখা করে আসেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফুল নিয়ে দেখা করেন টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। মমতার সঙ্গে ফোনে কথাও বলেন সৌমিত্র।

তবে আরও বেশ কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে সৌমিত্রকে। নভেম্বরের আগে পুরোদস্তুর কাজে ফেরা একেবারেই সমীচীন হবে না বলে তাঁকে সাবধান করে দিয়েছেন চিকিৎসকরা। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *