একে অপরের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন মৌসুমী ও ভিকি
RBN Web Desk: একে অপরের বিরুদ্ধে এবার আদালতে যেতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও তাঁর জামাই ভিকি সিনহা। সংবাদমাধ্যমকে ভিকি জানিয়েছেন জানুয়ারিতেই তাঁর শাশুড়ির বিরুদ্ধে মানহানীর মামলা করবেন তিনি। ১৩ ডিসেম্বর মৃত্যু হয় মৌসুমীর বড় মেয়ে পায়েল চট্টোপাধ্যায়ের। ২০১০-এ বিয়ে হয় পায়েল ও ভিকির। সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল দুজনের।
মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন পায়েল। অসুস্থতার সময় তাঁকে পায়েলের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন মৌসুমী। সম্প্রতি মৌসুমী জানান যে অসুস্থ থাকাকালীন পায়েলকে অবহেলা ও তাঁর চিকিৎসার খরচ না মেটানোর কারণে তিনি মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ভিকির বিরুদ্ধে আদালতে মামলা করবেন।
আরও পড়ুন: ঋত্বিক, মৃণাল, সত্যজিতের পৈতৃক বাড়ি সংরক্ষণের দাবি তুলল চলচ্চিত্র সংগঠন
এদিকে ভিকির দাবি, পায়েলের চিকিৎসার জন্য তিনি এতদিন চুপ ছিলেন। পায়েলের আত্মার শান্তির জন্য ৪০ দিন পর তিনি গঙ্গায় তাঁর স্ত্রীর অস্থি বিসর্জন দেবেন। ফিরে এসে মৌসুমীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন। পায়েলের চিকিৎসার খরচ না মেটানোর অভিযোগও উড়িয়ে দিয়েছেন ভিকি। ডায়াবেটিসে আক্রান্ত পায়েল ২০১৮ সালে কোমায় চলে যান। তারপর থেকে মেয়ের সঙ্গে কোনওদিন দেখা করতে আসেননি বলে অভিযোগ করেছেন ভিকি।