অনুষ্কার হাত ধরে প্রকাশিত হলো ‘অভিযাত্রিক’-এর প্রথম পোস্টার

RBN Web Desk:আমি তোমার বন্ধু,’ সদ্য পরিচিত শিশুপুত্র কাজলকে বলেছিল অপু। এরপরের দৃশ্যটি পরম ভরসার। ‘বন্ধু’র কাঁধে চেপে এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ায় কাজল। ১৯৫৯ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাস অবলম্বনে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির শেষ এখানেই।

সেই ছবির ষাট দশক পর আবারও বড় পর্দায় ফিরছে অপু। ‘অপরাজিত’র যে অংশটি সত্যজিৎ ‘অপুর সংসার’-এ রাখেননি, তাই নিয়েই শুভ্রজিৎ মিত্র পরিচালনা করেছেন ‘অভিযাত্রিক’। সেই ছবিরই প্রথম পোস্টারটি গতকাল প্রকাশ করলেন বিশিষ্ট সেতারশল্পী অনুষ্কা শংকর। ছবিটি উপস্থাপনা করছেন পরিচালক মধুর ভান্ডারকর।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

‘অভিযাত্রিক’-এ অপু ও কাজলের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী ও আয়ুষ্মান মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায়, সোহাগ সেন, বরুণ চন্দ ও রূপাঞ্জনা মিত্র। সম্পূর্ণ ছবিটি হবে সাদাকালোয়।  ছবির সঙ্গীতের দায়িত্বে থাকছেন বিক্রম ঘোষ।

প্রথম

‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯) ছবিতে সুর করেছিলেন রবি শংকর। অনুষ্কা তাঁরই কন্যা। ‘অভিযাত্রিক’-এর শীর্ষসঙ্গীতে বাজাবেন তিনি। এই প্রসঙ্গে বিক্রম রেডিওবাংলানেট-কে জানালেন, “‘পথের পাঁচালি’র শীর্ষ সঙ্গীত সম্ভবত ভারতীয় ছবির সব থেকে আইকনিক সুর। ‘অভিযাত্রিক’-এ সেই থিমই থাকছে। অনুষ্কা নিজের মত করে সেটা বাজিয়েছে। মূল থিমটা রেখে সম্পূর্ণ ক্লাসিকাল ফর্মে কাজটা করা হয়েছে।”

Amazon Obhijaan



 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *