দেশের অন্যান্য শহরে মুক্তি পেতে চলেছে ‘সামসারা’
কলকাতা: আগস্টের শুরুতে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পর এবার দেশের অন্যান্য শহরে মুক্তি পেতে চলেছে পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর ছবি ‘সামসারা’। এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার ও অন্যান্যরা।
ছবি সম্পর্কে দর্শকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিজিৎ রেডিওবাংলানেট-কে জানালেন, “আমরা সাধারণত যে ধরণের ছবি করে থাকি, সেগুলো রোমান্টিক কমেডি বা সামাজিক গল্প হয়। ‘সামসারা’র মত সাইকোলজিক্যাল থ্রিলার আগে করিনি। আমাদের কাছে এটা একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। দর্শকদের ছবিটা ভালো লেগেছে, অনেকেই এসে বলেছেন আমাদের। সেটাকে মাথায় রেখে আগামীদিনে আমাদের ইচ্ছে নিজেদের কমফর্ট জ়োন থেকে বেরিয়ে অন্য ধরণের ছবি করার। এরপর থেকে আমাদের সব ছবিতেই দর্শকদের নতুন কিছু দেবার চেষ্টা থাকবে।”
আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে
এই মাসের শেষ সপ্তাহে মুম্বই, পুনে, বেঙ্গালুরু, দিল্লী ও হায়দরাবাদে ‘সামসারা’ মুক্তি পাবে বলে জানালেন অভিজিৎ। কলকাতার বাইরেও ছবিটি দর্শক আনুকূল্য পাবে বলে আশা রাখেন তিনি।
“দর্শকদের প্রতিক্রিয়া মোটামুটি সব জায়গায় একরকমই হয়ে থাকে,” বললেন পরিচালক। আশা করছি ছবিটি মানুষ দেখবেন। ছবি নিয়ে কারোর কোনও বক্তব্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। এমন নয় যে একটা ছবি সকলের ভালো লাগবে। তাই কোনও আপত্তির জায়গা থাকলে সেটা কেন আসছে সেটাও আমরা জানতে ইচ্ছুক। এই নিয়ে আমাদের মধ্যে কোনও রক্ষণশীল মনোভাব নেই।”