রহমতের বেশে মিঠুন, প্রকাশ্যে লুক
RBN Web Desk: আবার ফিরছে মিনি ও রহমতের খুনসুটিভরা বন্ধুত্বের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ নিয়ে তৈরি হচ্ছে ছবি। সুদূর আফগানিস্তান থেকে কলকাতায় আসা ফল ব্যবসায়ী রহমত আলি এবং একটি ছোট্ট বাঙালি মেয়ের মধ্যে অনন্য এক সম্পর্কের গল্প ‘কাবুলিওয়ালা’। সদ্য ঘোষিত এই ছবি পরিচালনা করবেন সুমন ঘোষ। নামভূমিকায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। আজ প্রকাশ পেয়েছে রহমতের বেশে মিঠুনের প্রথম লুক।
রবীন্দ্রনাথের এই গল্প নিয়ে ১৯৫৭ সালের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল তপন সিংহ পরিচালিত একই নামের কালজয়ী ছবি। সেই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন ছবি বিশ্বাস। ছোট্ট মিনির ভূমিকায় ছিলেন ঐন্দ্রিলা (টিংকু) ঠাকুর। ছবির অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাধামোহন ভট্টাচার্য, মঞ্জু দে ও জীবেন বসু। এরপর ১৯৬১ সালে একই গল্প অবলন্বনে হিন্দিতে তৈরি হয় ‘কাবুলিওয়ালা’, যার নামভূমিকায় ছিলেন বলরাজ সাহনি।
আরও পড়ুন: চেনা ছন্দে গ্যালারি হাঁকালেন করণ
একই কাহিনি থেকে দুটি কাল্ট হয়ে যাওয়া ছবির পর স্বাভাবিকভাবে সুমনের নতুন ছবি নিয়ে প্রত্যাশা থাকবেই।
বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘কাবুলিওয়ালা’।