সানাইবাদকের স্বপ্নভঙ্গ, গ্রামের ডিজে হলেন গৌরব

RBN Web Desk: নামকরা সানাইবাদক হওয়ার স্বপ্ন ছিল। হয়ে গেল গ্রামের ডিজে। এখন আলের উপর বাইক চালিয়ে, গাঁয়ের রাস্তায় ধুলো উড়িয়ে তার ডিজে দলের প্রচার করে শিবু। রোজগার ভালোই। ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘বিসমিল্লাহ’তে এরকমই এক চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। ছবির নামভূমিকায় রয়েছেন ঋদ্ধি সেন।

“শিবুর গল্পটা স্বপ্নভঙ্গের,” রেডিওবাংলানেট-কে বললেন গৌরব। “সে জীবন থেকে অনেককিছু শিখেছে। একটা পর্যায়ে তার মনে হয়, সঙ্গীতে যে প্রথাগত তালিম সে পেয়েছে সেটা ভুল। আশপাশ থেকে সে যা শিখছে সেটাকেই ঠিক মনে করে শিবু। সে বিসমিল্লাহকে তার দলে টানতে চায়, টোপ দেয়। বিসমিল্লাহ যখন সেটা অগ্রাহ্য করে, তখন শিবু রাগে, ঈর্ষায় ফেটে পড়ে।”

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

তার মানে ‘পরিণীতা’র পর আবার তাঁকে একটা ধূসর চরিত্রে দেখা যাবে? “একদম তাই। ভালো না লাগার মতোই চরিত্র শিবু। তবে ইন্দ্রদীপদা যখন এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, আমি বেশ অবাক হয়েছিলাম। তার কারণ শিবু খুব রুক্ষ, বেপরোয়া ধরণের মানুষ। সেখানে ‘পরিণীতা’য় রণদেব সেন খুব স্মার্ট, উচ্চাকাঙ্খা, ঝরঝরে ইংরেজি বলা একটা চরিত্র ছিল। সেটার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়নি। শিবু তার একেবারে উল্টো। এমনকি শিবু যে ডায়ালেক্টে কথা বলে, আমি কোনওদিন সেভাবে কথা বলিনি,” বললেন গৌরব।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

অভিনয় শেখার দিক থেকে ‘বিসমিল্লাহ’ তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে জানালেন গৌরব। “সেই ‘গানের ওপারে’র সময় থেকে যে ধরণের চরিত্রে দর্শক আমাকে দেখে অভ্যস্ত, শিবুর সঙ্গে সেগুলোর কোনও মিল নেই। শিবু সিটি বাজায়, উদ্দাম নাচে, যখন তখন গলার চেনটা কামড়ায়। এরকম একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা আমার কাছে  বড় চ্যালেঞ্জ ছিল,” বললেন গৌরব।

এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও বিদীপ্তা চক্রবর্তী।

১৯ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘বিসমিল্লাহ’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *