‘টেনিদা অ্যান্ড কোং’-এর কালটা শুধু সময়োপযোগী করা হয়েছে, জানালেন কাঞ্চন
RBN Web Desk: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী ‘ঝাউ বাংলোর রহস্য’ অবলম্বনে টেনিদার নতুন ছবি ‘টেনিদা অ্যান্ড কোং’-এর কালটা শুধু সময়োপযোগী করা হয়েছে। এছাড়া গল্পে আর কোনও পরিবর্তন আনা হয়নি, এমনটাই জানালেন কাঞ্চন মল্লিক। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিতে টেনিদার ভূমিকায় অভিনয় করছেন কাঞ্চন।
এর আগে বড় পর্দায় টেনিদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে চিন্ময় রায় ও শুভাশিস মুখোপাধ্যায়কে।
সংবাদমাধ্যমকে কাঞ্চন জানালেন, ‘ঝাউ বাংলোর রহস্য’-এ বর্ণিত বিভিন্ন চরিত্র এবং স্থান, যেমন কুণ্ডুমশাই, জাপানী দস্যু কাগামাছি, দার্জিলিং, টাইগার হিল, নীলপাহাড়ি, সবই থাকছে এই ছবিতে। তবে স্বাভাবিক কারণেই ছবির প্রেক্ষাপট বর্তমান সময়ে রাখতে হয়েছে আর সেই জন্যই কয়েকটি নতুন চরিত্রও এসেছে গল্পে, জানালেন তিনি।
বাংলায় ভয় পাওয়ার মত ভূতের ছবি হয়ই না, দাবী মৈনাকের
কাঞ্চন ছাড়াও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।