রাধা খুঁজছি, বলেছিল আইডি: শুভশ্রী

কলকাতা: ‘পরিণীতা’র আবহ সঙ্গীত তৈরি করার সময় ‘বিসমিল্লাহ’ নিয়ে তাঁর সঙ্গে প্রথম কথা বলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্দ্রদীপের পরিচালনায় ‘বিসমিল্লাহ’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। ছবির নামভূমিকায় রয়েছেন ঋদ্ধি সেন। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। গতকাল শহরে ছবির ট্রেলার মুক্তি উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ‘বিসমিল্লাহ’র কলাকুশলীরা।

“আইডি (ইন্দ্রদীপ) বলেছিল, আমি অনেকদিন ধরে শহরে রাধা খুঁজছি কিন্তু পাচ্ছি না,” বললেন শুভশ্রী। “‘পরিণীতা’য় কাজ করার সময়ই আইডি আমাকে রাধার চরিত্রে ভেবে রেখেছিল। এরপর ও আমাকে ‘বিসমিল্লাহ’র গল্পটা শোনায়। শেষ দৃশ্যটা পদ্মদা যখন পড়ে, আমি সঙ্গে-সঙ্গে ছবিটা করতে রাজি হয়ে যাই। সেই মুহূর্ত থেকে আমার দায়িত্বও অনেকটা বেড়ে গিয়েছিল। কারণ একজন পরিচালক একটি চরিত্রের জন্য তাঁর মনের মতো কোনও অভিনেত্রী না পেয়ে আমার কাছে এসেছিলেন।”  

ছবিতে তাঁর সবক’টি দৃশ্যই ঋদ্ধির সঙ্গে বলে জানালেন শুভশ্রী।

রাধা খুঁজছি

টিম ‘বিসমিল্লাহ’

ইন্দ্রদীপ বললেন, “এমন অনেক কথা আছে যা আমি চাইলেও বলতে পারি না। সেগুলো সাধারণভাবে সোজাসুজি বলা যায় না। বলতে গেলে অনেক প্রতিবন্ধকতাও আসে। সেই কথাগুলোই আমি ‘বিসমিল্লাহ’র মাধ্যমে বলতে চেয়েছি।”

আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন

ছবিতে বড়ে উস্তাদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও অন্যান্যরা।

২০১৯-এ এই ছবির ঘোষণা হয়। করোনা অতিমারীর কারণে এতদিন মুক্তি পায়নি ছবিটি। 

১৯ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘বিসমিল্লাহ’।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *