‘ভটভটি’ আমার জীবনের টার্নিং পয়েন্ট: দেবলীনা
RBN Web Desk: ‘ভটভটি’ তাঁর জীবনের টার্নিং পয়েন্ট বলে মনে করেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি বহুদিন অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে। জল এবং স্থলের প্রাণীদের ঘিরে এক অদ্ভুত রূপকথা যেখানে বাঁচার লড়াই মুখ্য হয়ে ওঠে তেমনই এক জগতের গল্প ‘ভটভটি’। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ঋষভ বসু।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা। তাঁর অভিনীত চরিত্রের নাম পাখি। “ভটভটির নিজের বলতে কেউ নেই। তাই তার দিদি বা অভিভাকদের ভূমিকায় থাকে পাখি। অনেকটা ওই ফ্রেন্ড ফিলজ়ফার ও গাইড ধরণের। জাহাজবস্তির বাসিন্দা পাখি পেশাগতভাবে একজন যৌনকর্মী,” রেডিওবাংলানেট-কে জানালেন দেবলীনা।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা এবং ওই বিশেষ টানে সংলাপ বলা কতটা চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে?
“চ্যালেঞ্জ ঠিক বলব না,” বললেন দেবলীনা। “একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা আমার কাছে তেমন কঠিন ছিল না। আসলে আমি নিজে ঝোড়ো বস্তির কাছে থাকি। ওদের কাছাকাছি বহু বছর পরিবারের মতই আছি। তাই এই চরিত্রটায় ওদের অনুকরণে সাজগোজ, চলনবলন সবটাই করেছি। পাখির চরিত্রে ওদের প্রভাব খুব বেশি মাত্রায় আছে। তাই হোমওয়ার্কটুকু ওই অভিজ্ঞতা থেকেই হয়ে গিয়েছিল।”
এর আগে তথাগতর পরিচালনায় ‘ইউনিকর্ন’ ছবিতে অভিনয় করেছেন দেবলীনা। তবে সেখানে তাঁর চরিত্র বা এর আগে করা কোনও চরিত্রের সঙ্গে পাখির মিল নেই।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
“এই কাজটা বেশ কঠিন ছিল। প্রচুর পরিশ্রম করতে হয়েছে পুরো সময়টা। তবে শুটিংয়ের সময় এত আনন্দ করেছি যে সেই কাঠিন্যটা বোঝা যায়নি। পাখি অবশ্যই আমার কেরিয়ারের একটা উল্লেখযোগ্য চরিত্র হয়ে থাকবে। আর ‘ভটভটি’ তো যেমন বললাম, আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে রইল,” বললেন দেবলীনা।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, মমতা শংকর, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, সঞ্জীব সরকার, অমিত রায়, মনু মুখোপাধ্যায়, তমাল রায়চৌধুরী, নিমাই ঘোষ, জয়ন্ত বন্দোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, লামা হালদার ও তথাগত।
১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘ভটভটি’।
ছবি: প্রতিবেদক