এ বছর বাংলা টেলিভিশনে যে আটজন নতুন নায়ক এলেন
RBN Web Desk: ছোট পর্দায় যত দ্রুত নতুন নায়িকারা উঠে আসেন, তত তাড়াতাড়ি নায়কের মুখ পাল্টায় না। বাংলা ছবিতে তো নতুন নায়ক নেই বললেই চলে। বাংলা টেলিভিশনও তেমন ব্যতিক্রম নয়।
তবে বাংলা ফিকশনভিত্তিক ধারাবাহিকগুলির প্রযোজকরা ও চ্যানেল কর্তৃপক্ষ অভিনেতা-অভিনেত্রী নির্বাচনে সাধারণত একটি পদ্ধতি অনুসরণ করে থাকেন। প্রধান নায়ক-নায়িকার চরিত্রে নতুন মুখ নেওয়া হয়, আর পার্শ্বচরিত্রে দেখা যায় প্রতিষ্ঠিত তারকাদের। প্রায় সমস্ত বেসরকারী বিনোদনমূলক চ্যানেলেই নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ম করে সুযোগ দেওয়া হয়।
জসীমুদ্দিনের নকশী কাঁথা এবার বড় পর্দায়
এ বছর বাংলা টেলিভিশন জগৎ পেয়েছে আটজন নতুন নায়ককে। সবাই যে শুরু থেকেই নায়কের চরিত্রে অভিনয় করছেন এমনটা নয়। কেউ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন আগে, সেখান থেকে নায়কের ভূমিকায় অভিনয় করতে এসেছেন।
ক্রুশল আহুজা
রানু পেল লটারি ক্রুশল আহুজার প্রথম ধারাবাহিক। কলকাতায় পড়াশোনা শেষ করার পর বেশ কিছুদিন ক্রুশল মুম্বইতে ছিলেন অভিনয় শিক্ষার জন্য। প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের প্রতিষ্ঠানের ছাত্র ক্রুশল তাঁর অভিনয় জীবন বাংলাতেই শুরু করতে চেয়েছিলেন। তাই এই ধারাবাহিকে প্রধান পুরুষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র তিনি রাজি হয়ে যান।