ভবিষ্যদ্বাণী শোনাতে আসছেন ঐন্দ্রিলা সাহা
RBN Web Desk: ভবিষ্যদ্বাণী শোনাতে আসছেন ছোট পর্দার পরিচিত মুখ ঐন্দ্রিলা সাহা । এর আগে তিনি কাজ করেছেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে।
টালিগঞ্জ স্টুডিয়োপাড়া সূত্রের খবর, সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক খনার বচন-এর শ্যুটিং। এই ধারাবাহিকে খনার ভূমিকায় অভিনয় করছেন ঐন্দ্রিলা। বরাহ-এর চরিত্রে দেখা যাবে বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বাদশা মৈত্র-কে।
খেল দিখা সকোগে না?
খনা, যা বানানভেদে অনেক সময় ক্ষণা লেখা হয়ে থাকে, ছিলেন জ্যোতির্বিদ্যায় ও ভবিষ্যদ্বাণীতে পারদর্শী এক বিদুষী নারী। বচন রচনার জন্যই তিনি বিশেষ সমাদৃত ছিলেন বঙ্গসমাজে। শোনা যায় তাঁর আসল নাম ছিল লীলাবতি। আনুমানিক ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে তাঁর আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়।
১৪ জানুয়ারি থেকে একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে দেখা যাবে নতুন এই ধারাবাহিক।