এ বছর বাংলা টেলিভিশনে যে আটজন নতুন নায়ক এলেন
রাহুল মজুমদার
দেবী চৌধুরাণী ধারাবাহিক দিয়ে প্রথম নায়কের ভূমিকায় এলেন রাহুল মজুমদার। বেশ কয়েক বছর ধরেই টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন রাহুল। এছাড়া মডেলিংও করেছেন। একটি স্বল্প বাজেটের বাংলা ছবিতে নায়কের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি। প্রথমদিকে ব্রজেশ্বরের চরিত্রে দর্শক তাঁকে গ্রহণ না করলেও, এখন তাঁকে বেশ পছন্দই করছেন অনেকে।