সিরিজ় না সিরিয়াল? বন্ধ শুটিং

RBN Web Desk: বাংলা ইন্ডাস্ট্রিতে কথায়-কথায় কাজ বন্ধ যেন এক রীতি হয়ে গেছে। আবারও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া বনাম চ্যানেলের চাপানউতোরে বন্ধ হলো ধারাবাহিকের শুটিং। গত কয়েক বছরে ফেডারেশনের সঙ্গে নানাভাবে সমস্যা তৈরি হওয়ায় একাধিকবার থেমে গিয়েছে সিনেমা ও সিরিয়ালের শুটিং। এবারের সমস্যা বেশ অভিনব।

মেগা মানেই তা দিনের পর দিন চলতে থাকা, শেষ না হওয়া টেলিভিশন ধারাবাহিক। বছরের পর বছর ধরে কোনও ধারাবাহিক চলেছে, এমন নজির কম নেই।  অতীতে এমনও দেখা গিয়েছে বছর পেরিয়ে গেলেও শেষ হয় না মেগার কাহিনি। কিন্তু এখন দিন বদলেছে। তিন-চার মাসে দর্শকের মর্জি বুঝে চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ধারাবাহিক। কখনও বা ছ’মাসের মধ্যে শেষ হচ্ছে প্রতিদিন চলতে থাকা গল্প। কাজেই দর্শকের রুচি এবং পছন্দ বদলাচ্ছে এ কথা স্পষ্ট। 

আরও পড়ুন: ‘মন্দার’ টেমপ্লেটেই ভরসা রাখছে নতুন রোমিও-জুলিয়েট

তাই পুরোনো ধারণা বদলে কালার্স বাংলা (Colors Bangla) চ্যানেলে তিনটি ধারাবাহিক শুরু হওয়ার কথা ছিল। প্রতিটি ১০০ পর্বের। শুটিং শুরু হয়েছিল দুর্গাপুজোর আগে। কালীপুজো ও দীপাবলী উপলক্ষে কিছুদিন বন্ধ ছিল শুটিং। শোনা যাচ্ছে সেই শুটিং আর শুরু করা যায়নি। তার কারণ ফেডারেশনের সঙ্গে সমস্যা। 

পর্ব সংখ্যা কমে যাওয়ায় ফেডারেশন যুক্তি দিয়েছে এগুলিকে ধারাবাহিকের পর্যায়ে না ফেলে সিরিজ় হিসেবে গণ্য করতে হবে। চ্যানেলের পাল্টা যুক্তি, যেহেতু টেলিভিশনে সম্প্রচারিত হবে তাই তিনটিকেই ধারাবাহিক বলতে হবে। অগত্যা সিরিজ় নাকি সিরিয়াল এই তরজা না মেটা পর্যন্ত বন্ধ থাকবে শুটিং।

আরও পড়ুন: খলচরিত্রে অপরাজিতা, বিপরীতে বনি

এই নিয়ে প্রশ্ন করা হলে তিনটি বন্ধ প্রজেক্টের নির্মাতাই স্বীকার করে নিয়েছেন শুটিং বন্ধের কথা।  ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও শুটিং বন্ধের কথা স্বীকার করেছেন। তবে চ্যানেলের সঙ্গে তৈরি হওয়া সমস্যার কথা এড়িয়ে গেছেন তিনি। বিষয়টি আলোচনার অধীনে আছে বলে জানিয়েছেন তিনি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *