এ বছর বাংলা টেলিভিশনে যে আটজন নতুন নায়ক এলেন
সৈয়দ আরেফিন
ইরাবতীর চুপকথা ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন সৈয়দ আরেফিন। বাংলা টেলিভিশনে প্রধান চরিত্রে এটাই তাঁর প্রথম কাজ। মডেলিং ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ধারাবাহিকে চরিত্রাভিনেতা হিসেবে দেখা গেছে তাঁকে। মডেলিংও করেছেন পাশাপাশি। অন্যদের তুলনায় বেশ একটু দেরি করেই নায়কের ভূমিকায় এলেন আরেফিন। অভিনয় দক্ষতায় অনেক দর্শকের মন কেড়েছেন এই অভিনেতা।