শ্রীকৃষ্ণ এবার আশরফি
RBN Web Desk: শ্রীকৃষ্ণ এবার আশরফি । আমি সিরাজের বেগম ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সায়ক চক্রবর্তী। গত এক বছর ধরে বাংলার দর্শকের কাছে তিনি শ্রীকৃষ্ণ হিসেবে পরিচিত। ভক্তিমূলক চরিত্র তাঁকে জনপ্রিয়তা দিলেও, নিজের অভিনয় ক্ষমতা বোঝানোর জন্য এমনই একটা সুযোগ খুঁজছিলেন তিনি।
ইতিহাসভিত্তিক নতুন এই ধারাবাহিকে সায়কের চরিত্রের নাম আশরফি।
কিন্তু কে এই আশরফি?
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
নবাবী আমলে মুঘল ও ইসলামি হারেমগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতেন খোজারা। এরা ছিলেন যৌন সংসর্গে অক্ষম পুরুষ। এই খোজারা ছিলেন যুদ্ধে পারদর্শী ও কূটনীতিক। নবাবের বিশ্বস্ত মানুষ ছিলেন এরা। নবাব বা তার পরিবারের কোনও পুরুষ ছাড়া, এই খোজাদের চোখ এড়িয়ে হারেমে প্রবেশ করা সম্ভব ছিল না কারোর। হারেমের কোনও মহিলাও বাইরে যেতে পারতেন না। তেমনই এক খোজা হলেন এই আশরফি।
সংবাদমাধ্যমকে সায়ক জানালেন, প্রযোজনা সংস্থাকে তিনি বলেছিলেন, অন্যরকম কোনও চরিত্রে কাজ করার সুযোগ থাকলে তাঁকে জানাতে। এরপর তাঁর সাথে যোগাযোগ করা হয়। প্রথমদিকে ভয় থাকলেও এখন তা আর নেই, বললেন সায়ক।