স্ল্যাভমির রাভিচের রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার এবার বাংলায়, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: ১৯৪১ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন মধ্য পর্যায়ে। জার্মানির সঙ্গে চুক্তির বলে এই যুদ্ধে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) তখনও এক নিরপেক্ষ অবস্থানে। গোটা পূর্ব ইউরোপ জুড়ে ছড়িয়ে রয়েছে রাশিয়ার একনায়ক জোসেফ স্টালিনের বন্দী শিবির যার পোশাকি নাম গুলাগ। সাইবেরিয়ায় এমনই এক শিবির থেকে এক রাতে পালিয়ে যান পোলিশ লেফটেন্যান্ট স্ল্যাভমির রাভিচ ও আরও ছ’জন যুদ্ধবন্দী। শুরু হয় এক অবিশ্বাস্য পথচলা। পায়ে হেঁটে প্রায় ৯,০০০ কিলোমিটার অতিক্রম করে স্ল্যাভমির পৌঁছোন ভারতে।
এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কাহিনী স্ল্যাভমির পরে লিপিবদ্ধ করেন ১৯৫৬ সালে প্রকাশিত ‘দ্য লং ওয়াক’-এ। খাদ্য ও জলের সমস্যা, প্রবল ঠাণ্ডা, বিশালাকায় গোবি মরুভুমি পাড়ি দেওয়া ও হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে ভারতে আসার রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার স্ল্যাভমির লিখেছিলেন এই বইয়ে। তাঁর দাবী নিয়ে বহু ইতিহাসবিদ একাধিকবার প্রশ্ন তুললেও, ‘দ্য লং ওয়াক’ অবলম্বনে ২০১০ সালে মুক্তি পায় পিটার উইয়র পরিচালিত ছবি ‘দ্য ওয়ে ব্যাক’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এড হ্যারিস, কলিন ফ্যারেল ও জিম স্টারজেস।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
সেই একই কাহিনীর অনুপ্রেরণায় পরিচালক সোহম দাশগুপ্ত পরিচালনা করেছেন ‘এই পথ যদি না শেষ হয়’। ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনন্দন মাইতি, অনয় গুপ্ত, সানি রাম, রাকেশ ঘোষ, দেবাশিস পাহাড়, উত্তম কুমার ঘোষ, পূজা মন্ডল ও অন্যান্যরা। পরিচালক নিজেও আছেন এই ছবিতে। গতকাল শহরে মুক্তি পেল এই ছবির ট্রেলার।
“এরকম ছবি বাংলায় আগে কখনও হয়নি,” বললেন সোহম। “নতুন কিছু করার তাগিদেই এই গল্পটা বেছে নিয়েছি আমরা। ছবিতে বিভিন্ন দেশের সংস্কৃতি দেখাবার চেষ্টা করেছি। পোলিশ, ল্যাটভিয়ান, রাশিয়ান ও ভারতীয় সংস্কৃতিও স্থান পেয়েছে এই ‘এই পথ যদি না শেষ হয়’তে।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবিতে সাড়ে ন’মিনিটের একটি গান থাকছে। “বাংলা ছবিতে এত বড় গান আগে কখনও হয়নি। তবে গানটি বিভিন্ন দৃশ্যে ভাগ করা থাকবে,” জানালেন সোহম।
মূল কাহিনী অবলম্বনে গল্প ও চিত্রনাট্য লিখেছেন তুষার মৈত্র ও সোহম। সঙ্গীতের দায়িত্বে আছেন রবি। ছবির শীর্ষ সঙ্গীতও তিনি গেয়েছেন। চিত্রগ্রহণ করেছেন সুরেশ রাম ও রাকেশ ঘোষ।
ছবির শুটিং হয়েছে রাজস্থান, উত্তর সিকিম ও কাঁথিতে।
২৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘এই পথ যদি না শেষ হয়’।