দু’মাস আগেই পুজোর লুকে কৌশানি-বনি
RBN Web Desk: দুর্গা পুজো আসতে এখনও দু’মাস বাকি। তবু তার আগেই পুজোর লুকে ধরা দিলেন কৌশানি মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। পরিচালক রোহন সেনের পরবর্তী ছবি ‘শুভ বিজয়া’য় অভিনয় করছেন তাঁরা। তারই লুকসেটের ছবি প্রকাশিত হলো আজ।
যে কোনও বাঙালি পরিবারে দুর্গা পুজো মানেই ফ্যামিলি রিইউনিয়ন। বছরের এই চারটে দিনে শহর বা দেশের বাইরে থাকা আত্মীয়স্বজনরা এসে জমায়েত হন এক ছাদের তলায়। আর বনেদি বাড়ির পুজো হলে তো কথাই নেই। তেমনই এক পুজোবাড়ির গল্প নিয়ে আসছে রোহন। বনি ও কৌশানি ছাড়াও ‘শুভ বিজয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, অমৃতা দে ও দেবতনু।
(বাঁদিক থেকে) চূর্ণী, কৌশিক, মানসী, খরাজ
এক বনেদি বাড়ির দুর্গা পুজোকে কেন্দ্র করে আবর্তিত হবে ‘শুভ বিজয়া’র গল্প। ছবিতে বাড়ির কর্তা অমর্ত্যের চরিত্রে রয়েছেন কৌশিক ও তাঁর স্ত্রী বিজয়ার ভূমিকায় থাকছেন চূর্ণী। অমর্ত্য-বিজয়ার দুই ছেলে আদিত্য ও অহনের চরিত্রে থাকবেন বনি ও দেবতনু। আদিত্যের স্ত্রী উমার ভূমিকায় আছেন কৌশানি। অমর্ত্যের ভাই অখিলেশের ভূমিকায় থাকবেন খরাজ এবং তাঁর স্ত্রী আরতির চরিত্রে রয়েছেন মানসী। বাড়ির বড় মেয়ে অদিতির ভূমিকায় থাকবেন অমৃতা।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
দূর্গা পুজোর মতোই এই ছবির কেন্দ্রীয় চরিত্র হলো মা। মাকে ঘিরেই ছবির গল্প এগিয়ে যাবে। পেশার কারণে আদিত্যকে পরিবার থেকে দূরে থাকতে হয়। ফলে তার সঙ্গে পরিবারের কিছুটা দূরত্ব তৈরি হয়। এই নিয়েই সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘শুভ বিজয়া’।
দুর্গা পুজোর পর মুক্তি পেতে চলেছে ‘শুভ বিজয়া’।