ওয়েব সিরিজ়ে সুটিয়াকাণ্ড

RBN Web Desk: বারাসতের কাছে এক ছোট্ট গ্রাম সুটিয়া (Sutia)। কলকাতা থেকে মাত্র ঘণ্টা তিনেকের দূরত্ব। বছর চব্বিশ আগে এই গ্রামই হয়ে উঠেছিল বাংলার আতঙ্ক। ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে অন্তত ২০০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল এই গ্রামে। শোনা যায়, ৪০ দিনে ৭৯জন মহিলাকে ধর্ষণ করার রেকর্ডও রয়েছে এই গ্রামে। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের (Barun Biswas) সৌজন্যে সেই কালো দিন আজ অতীত। এমনকী সুটিয়া আজ ‘বরুণ বিশ্বাসের গ্রাম’ নামেই বেশি পরিচিত। এই গ্রাম ও তার ইতিহাসকে স্মরণ করেই আসছে পরিচালক সুরজিৎ মুখোপাধ্যায়ের ছয় পর্বের ওয়েব সিরিজ় ‘শক্তিরূপেণ’। অভিনয়ে আছেন, বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee), নবাব রেজওয়ান, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল দত্ত, অঙ্কুর রায়, রানা মুখোপাধ্যায় ও সৌমেন দত্ত।

সিরিজ়ের কাহিনি দময়ন্তী (বাসবদত্তা) ও রিষানকে (রেজওয়ান) নিয়ে। রিষানের ছোট্ট বুটিকের ডিজ়াইনার দময়ন্তী। একদিন রাতে বৃষ্টির মধ্যে শুনশান ফাঁকা রাস্তায় রিষান ও দময়ন্তীর গাড়ির সামনে একটি ভীত, আতঙ্কিত, অচেনা মেয়ে ছুটে এসে সাহায্য প্রার্থনা করে। মেয়েটির পিছনে ধাওয়া করে সেখানে এসে হাজির হয় তিন দুষ্কৃতী। দময়ন্তী মেয়েটিকে বাঁচাতে চাইলেও রিষান তাকে বাধা দেয় এবং নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়াই শ্রেয় মনে করে। পরদিন জানা যায় সেই মেয়েটিকে গণধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। রুখে দাঁড়ায় দময়ন্তী। রিষান না চাইলেও সে একাই দুষ্কৃতীদের শাস্তি দেওয়া মনস্থ করে। একাই থানা-পুলিশ থেকে শুরু করে আদালত অবধি যায়। কিন্তু উকিল হালদারবাবু (অম্লান) ছাড়া কাউকেই সে পাশে পায় না। এমনকী রিষানও আদালতে দাঁড়িয়ে বলে সেদিনের সব ঘটনা দময়ন্তীর মনগড়া। দময়ন্তী কি সত্যিই মানসিক রোগী? 

রেজওয়ান

বাসবদত্তা এবং রেজওয়ান, দুজনেরই এটি প্রথম ওয়েব সিরিজ়। বাসবদত্তা জানালেন, “ব্যক্তিগতভাবে অন্যায়ের প্রতিবাদ করাই আমি উচিত মনে করি। এই সিরিজ়ে আমি এক প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছি। দময়ন্তী চরিত্রটি এখানে শক্তির প্রতীক, প্রতিবাদের ঝড় তুলে দেওয়া এক দমকা হাওয়ার মতো। এই সিরজ়ে কাজ করার প্রধান কারণই হলো দময়ন্তী।”

সিরিজ়ের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান। তিনি জানালেন, “জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এ দেশে আজও প্রতি ১৬ মিনিট অন্তর একজন নারী ধর্ষিতা হন। এর চেয়ে লজ্জাজনক আর কীই বা হতে পারে! সেই পাশবিকতার বিরুদ্ধে এই কাহিনি আমাদের প্রতিবাদ বলা যায়।” 

আরও পড়ুন: কিছু বিক্ষিপ্ত ঘটনার কোলাজ

সুরজিৎ জানালেন, “দীর্ঘ ২০ বছর টেলিভিশন ও বড়পর্দা মিলিয়ে অনেক কাজের সঙ্গে যুক্ত থেকেছি। কিন্তু অম্লানের লেখা এই গল্পটা নিয়ে কাজ করতে গিয়ে নিজের অজান্তেই ব্যক্তিগতভাবে ভীষণ জড়িয়ে পড়েছি।”

সিরিজ়ের চিত্রগ্রহণ করেছেন সৌরভ বন্দোপাধ্যায়। শিল্প নির্দেশনায় আছেন সঞ্জীব চৌধুরী।

ফেব্রুয়ারির শেষে ক্লিক (Klikk) ডিজিট্যাল মাধ্যমে মুক্তি পাবে ‘শক্তিরূপেণ’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *