কালিম্পংয়ে হত্যারহস্যে রঞ্জিত, পার্নো, ঋত্বিক
RBN Web Desk: বর্তমান বাংলা বাজারে বেশিরভাগ ছবি বা ওয়েব সিরিজ়ই রহস্যকাহিনি বা থ্রিলার গোত্রের। সেই ঘরানাতেই যোগ হতে চলেছে হরনাথ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি ‘তারকার মৃত্যু’। মূল তিনটি চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, পার্নো মিত্র ও ঋত্বিক চক্রবর্তী।
ছবির কেন্দ্রে রয়েছে এক দম্পতি। এই ভূমিকায় দেখা যাবে ঋত্বিক ও পার্নোকে। ঋত্বিক পেশায় চিত্রনাট্যকার, পার্নো স্কুলশিক্ষিকা। তারা কালিম্পংয়ে ছুটি কাটাতে যায়। সেখানে যে বাংলোটিতে তারা ওঠে, ভুতুড়ে হিসেবে সেটির বদনাম আছে। সেখানে থাকার সময়ে তারা নিজেরাও কিছু অতিলৌকিক ঘটনার সম্মুখীন হয় এবং একটি হত্যারহস্যে জড়িয়ে পড়ে। এই রহস্যের তদন্ত করতে আসেন এক পুলিশ অফিসার। এই তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে। হত্যারহস্যের পাশাপাশি এত বছর ধরে চলে আসা বাংলোর রহস্যেরও অনুসন্ধান শুরু করেন তিনি।
আরও পড়ুন: মুক্তির আগেই ‘জওয়ান’-এর পকেটে ₹২০ কোটি
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা মণ্ডল ও সোহম মজুমদার।
হরনাথের পুত্র হিন্দোল চক্রবর্তী এই ছবির চিত্রনাট্য লিখেছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তারকার মৃত্যু’।