একটি চিঠি ও পরবর্তী জটিলতা, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে রেণু। ছোটবেলা থেকে অল্পতেই প্রেমে পড়লেও জীবনের প্রকৃত ভালোবাসা সে খুঁজে পায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে। বান্ধবী ঝুমা ও তার প্রেমিক অশোকের মাধ্যমে রেণুর সঙ্গে সুমিতের আলাপ হয়। আপাত মুখচোরা সুমিতের সঙ্গে ক্রমেই ঘন হয়ে উঠতে থাকে রেণুর প্রেম। তবে তা পরিণতি পাওয়ার আগেই বাধ সাধে পরিবার। রেণু-সুমিত সম্পর্কের কথা জানাজানি হতেই রেণুর পরিবার তাকে বছর ছত্রিশের চাকুরিজীবি বরেনের সঙ্গে বিয়ে দিয়ে দেয়।
বরেনের সঙ্গে বিয়ে হলেও রেণু সুমিতকে ভুলতে পারে না। এর পর যে জটিলতা শুরু হয়, তার মূলে রয়েছে বিয়ের আগে সুমিতকে লেখা রেণুর একটি চিঠি। এই চিঠির নিচে নাম সই করে লেখা ‘এই আমি রেণু’।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
সমরেশ মজুমদারের লেখা ‘এই আমি রেণু’ উপন্যাস অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করেছেন সৌমেন সুর। গতকাল শহরে মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার। সুমিতের চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী ও বরেনের ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এছাড়া অশোকের চরিত্রে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বিবিসি নামক এক ছিঁচকে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
কৌশিক নিজে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ছবির পরিচালক। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? “এক কথায় অসাধারণ,” বললেন সৌমেন। “ফ্লোরে কাজ করার সময় উনি একজন অভিনেতা ছাড়া আর কিচ্ছু নন। কৌশিকদা কখনও বুঝতে দেন না উনি কত বড়মাপের পরিচালক।”
আরও পড়ুন: জটায়ুর সাহস
ঝুমার চরিত্রে রয়েছেন অলিভিয়া সরকার। এই ছবি যে সময়কে তুলে ধরে, তখন যোগাযোগ এত সহজে মোবাইলের মাধ্যমে হতো না। সেই সময়কে ফুটিয়ে তোলার জন্য নিজেদের বডি ল্যাঙ্গুয়েজে কোনও পরিবর্তন আনতে হয়েছে কিনা সে ব্যাপারে অলিভিয়া জানালেন, “এই গল্পটা আমার জন্মেরও আগে। কাজেই সেই সময়টা সম্পর্কে একটু পড়াশোনা তো করতেই হয়েছে। গোটা ছবি জুড়ে একটা রেট্রো ভাব রয়েছে।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
গত বছর এই সময়ে ছবির শুটিং শুরু হয়েছিল। তারপর করোনা অতিমারীর কারণে কাজ বন্ধ হয়ে যায়। আগস্ট-সেপ্টেম্বর নাগাদ আবার কাজ শুরু হয়।
“প্রেম মানেই জটিলতা আর এই ছবিতে তার অন্যথা হয়নি,” জানালেন সোহিনী। “এই ছবির কিছুটা নব্বইয়ের দশকের শেষের। তাই ‘এই আমি রেণু’ কিছুটা আমাদের ছোটবেলাকে মনে করায়।”
পরিচালক হিসেবে এটাই সৌমেনের প্রথম ছবি। নতুন পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? সোহিনী জানালেন, “কাজের সূত্রে সৌমেনদার সঙ্গে নানা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু উনি মানুষটা এতটাই ভালো যে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। এই ছবিটা খুব যত্ন নিয়ে বানিয়েছে সৌমেনদা।”
ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনা করেছেন রাণা মজুমদার। গান গেয়েছন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৈলাস খের, মোনালি ঠাকুর এবং অ্যাশ কিং। ছবির চিত্রগ্রাহক গোপী ভগত। সম্পাদনার দায়িত্বে ছিলেন মলয় রাহা।
৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘এই আমি রেণু’।