১০০ দিন অতিক্রম করল ‘তৃতীয় অধ্যায়’
কলকাতা: মুক্তির পর টানা ১০০ দিন অতিক্রম করল মনোজ মিশিগান পরিচালিত ‘তৃতীয় অধ্যায়’। গত ৮ ফেব্রুয়ারী মুক্তি পাওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে নিরবিচ্ছিন্ন ভাবে প্রদর্শিত হয়েছে এই ছবি।
গতকাল শহরের এক প্রেক্ষাগৃহে ১০০ দিন সম্পূর্ণ করার উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। কাটা হল কেক, ছিল এই ছবির এক বিশেষ প্রদর্শনও। পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পীরা।
সংবাদমাধ্যমকে মনোজ বললেন, “আজকের দিনে একটা ছবি টানা ১০০ দিন চলা সত্যিই আশ্চর্যের। এটা বোঝা যাচ্ছে যে দর্শক ছবির বিষয়বস্তুকেই বেশি গুরুত্ব দেয়। নাহলে ছবিটা এতদিন চলত না।”
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
তবে মনোজ পুরো কৃতিত্বই দিনে চান টিম ‘তৃতীয় অধ্যায়’কে। “অসাধারণ টিম ওয়ার্কের ফসল এই ছবি। শিল্পী এবং কলাকুশলীরা প্রত্যেকেই তাঁদের সেরাটা দিয়েছেন,” বললেন তিনি।
‘তৃতীয় অধ্যায়’-এর মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও পাওলি দাম। এছাড়া মনোজ নিজেও আছেন একটি ছোট চরিত্রে।
গতকাল ছিল এই ছবির ১০২তম দিন।
পরবর্তী ছবির চিত্রনাট্যও লেখা শুরু করেছেন, জানালেন মনোজ।