রেডিও জকির পর এবার সাংবাদিকের ভূমিকায় কোয়েল
RBN Web Desk: গত একবছর করোনা অতিমারীর কারণে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের থ্রিলার ছবি ‘ফ্লাইওভার’। এই ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, রবি সাউ, কৌশিক রায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।
আবারও কোয়েলকে এই ছবিতে এক ব্যতিক্রমী ভূমিকায় দেখা যেতে চলেছে। গত পুজোয় তাঁর ছবি ‘রক্ত রহস্য’ মুক্তি পেয়েছে। সেখানে তাঁকে এক রেডিও জকির চরিত্রে দেখা গেছে। এই ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় রয়েছেন তিনি।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবির গল্প বিদিশাকে নিয়ে। খবর সংগ্রহ করা তার পেশা। ট্রাফিক নিয়ম ভাঙার ওপর প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত বিদিশা একদিন রাতে একটি খুনের ঘটনায় গ্রেফতার হয়। কী হয় তারপর? বিদিশা কি নির্দোষ? নাকি সে সত্যিই এই খুনের সঙ্গে জড়িয়ে আছে? এই নিয়েই ছবির গল্প।
ছবির সংলাপ লিখেছেন অভিমন্যু নিজেই। সুরকারের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। চিত্রগ্রহণ করেছেন সৌভিক বসু, সম্পাদনা রবিরঞ্জন মৈত্রর।
২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ফ্লাইওভার’।