শীতের বাজারে ‘দ্বিতীয় পুরুষ’ বেশ কড়াপাকের, সাবধানবাণী পরমব্রতর

কলকাতা: বাঙালির কাছে শীত মানেই নতুন গুড় আর নরম পাকের সন্দেশ। তবে এই শীতের বাজারে ‘দ্বিতীয় পুরুষ’ বেশ কড়াপাকের হতে চলেছে বলে দাবি করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২০১১ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘২২শে শ্রাবণ’। সেই ছবিতে ইন্সপেক্টর অভিজিৎ পাকড়াশীর চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত। সেই একই চরিত্রে তিনি অভিনয় করেছেন সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’-এ।

আজ শহরে এই ছবি সংক্রান্ত এক অনুষ্ঠানে পরমব্রত জানালেন, “অনেকদিন ধরেই ‘২২শে শ্রাবণ’-এর একটা স্পিনঅফ আনার ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছিলাম। সেটা শেষ পর্যন্ত করা গেল। ‘২২শে শ্রাবণ’-এর শেষটা অনেকের কাছেই একেবারে অপ্রত্যাশিত ছিল। গত ন’বছরে আমরা প্রত্যেকেই বয়সে, মননে বড় হয়েছি। তাই একটা আত্মশ্লাঘার জায়গা থেকে বলতে পারি যে ‘দ্বিতীয় পুরুষ’ গোটা ছবিটাই ইংরেজীতে যাকে বলে ‘জ ড্রপিং’, সেই রকম একটা অভিজ্ঞতা হবে দর্শকদের। এরকম ছবি বাংলায় আগে হয়নি।”

আরও পড়ুন: রক্তবরণ মুগ্ধকরণ

আগের ছবিটির অন্যতম কেন্দ্রীয় চরিত্র অমৃতার ভূমিকায় অভিনয় করেছিলেন রাইমা সেন। ‘দ্বিতীয় পুরুষ’-এও একই চরিত্রে রয়েছেন তিনি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, আবীর চট্টোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইমা। এছাড়াও ছিলেন ‘দ্বিতীয় পুরুষ’-এর সঙ্গীত পরিচালক অনুপম রায় ও সঙ্গীতিশল্পী ইমন চক্রবর্তী এবং রূপম ইসলাম।

আরও পড়ুন: যে মৃত্যু আজও রহস্য

“‘২২শে শ্রাবণ’ আমার জীবন পাল্টে দিয়েছিল,” বললেন অনুপম। ‘তারপর থেকে এখনও পর্যন্ত অনেক চড়াই উৎরাই পেরিয়েছি। ‘দ্বিতীয় পুরুষ’-এ কাজ করাটা আমার কাছে অনেকটা নস্ট্যালজিয়ার সরণীতে হাঁটার মতো। আশা করি ছবি এবং গান, দুটোই সবার ভালো লাগবে।”

২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘দ্বিতীয় পুরুষ’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *