অনেক ছবি পরে ওটিটিতে ভালো চলে: ইন্দ্রনীল
RBN Web Desk: প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক মাস পর ওটিটি মাধ্যমে সেই ছবির প্রদর্শন এক ধরনের স্বস্তি দেয় বলে মনে করেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। সম্প্রতি ইন্দ্রনীল অভিনীত ‘হত্যাপুরী’ ছবিটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে। সন্দীপ রায়ের ফেলুদা সিরিজ়ের এই ছবিতে গোয়েন্দা প্রদোষ মিত্র ওরফে ফেলুর ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রনীল। সত্যজিৎ রায় সৃষ্ট এই গোয়েন্দা চরিত্রে বড়পর্দায় এর আগে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা গেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ওটিটিতে ছবি দেখানো সম্পর্কে ইন্দ্রনীল বলেন, “আমি এমন অনেক ছবিতে কাজ করেছি যেগুলো হয়তো প্রেক্ষাগৃহে ভালো চলেনি। তবে তারপরেও আশা করেছি ওটিটিতে ছবিটা ঠিকঠাক দর্শক পাবে, আর তাই হয়েছেও।”
আরও পড়ুন: ‘মাসুম’-এর সিক্যুয়েল করবেন শেখর?
ডিজিটাল মাধ্যমে মুক্তি সব ধরণের ছবির জন্যই লাভজনক বলে মনে করেন ইন্দ্রনীল। “অনেক সময় ভালো ছবি এমনকী ব্লকবাস্টার হিট ছবিও অনেকে সময়ের অভাবে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেন না। পরবর্তীতে যখন ওটিটিতে ছবিটা আসে, তখন আমরা দেখে চমকে যাই, কী দারুণ ছবি ছিল! ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এই সুবিধা এনে দিয়েছে যেখানে প্রেক্ষাগৃহে যেতে না পারলেও পরে সেই ছবি ঘরে বসে একাধিকবার দেখে নেওয়া যায়,” বললেন তিনি।
ডিজিটাল মাধ্যম পরোক্ষে ছবির আয়ু এবং দর্শক সংখ্যা বাড়ায় বলে মনে করেন ইন্দ্রনীল।
ছবি: RBN আর্কাইভ