অনির্বাণের অভিষেকে একঝাঁক থিয়েটারের মুখ
কলকাতা: ক্ষমতার লোভ, হিংসা, ষড়যন্ত্র, হত্যা এবং অন্তে প্রতিশোধ। সংক্ষেপে এগুলোই হলো ‘ম্যাকবেথ’-এর মূল উপাদান। বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে মঞ্চস্থ হয়েছে এই নাটক। তৈরি হয়েছে একাধিক পূর্ণদৈর্ঘ্যের ছবিও। তবে এই প্রথম উইলিয়ম শেক্সপিয়রের সংক্ষিপ্ততম রাজনৈতিক ট্র্যাজেডিকে বাংলা ওয়েব সিরিজ়ে নিয়ে আসছেন অনির্বাণ ভট্টচার্য। নাম, ‘মন্দার’। গতকাল শহরে এক অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে মুক্তি পেল এই সিরিজ়ের ট্রেলার।
‘মন্দার’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অনির্বাণের। সিরিজ়ে অভিনয় করেছেন একঝাঁক নাট্যশিল্পী। তাঁদের মধ্যে অনেকেই এই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। নিজে বহু বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত বলেই কি তাঁদের উপর ভরসা রাখলেন? “একেবারেই তা নয়,” বললেন অনির্বাণ। “আমার মনে যে ধরণের মুখগুলো বা শরীরগুলো ছিল, সেটা আমি কাকতালীয়ভাবে থিয়েটার থেকেই পেয়ে গেলাম। আমার কোনও গোঁড়ামি ছিল না যে থিয়েটার থেকেই অভিনেতা-অভিনেত্রীদের নিতে হবে।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
বর্তমান সময়ে শেক্সপিয়রের নাটকের পটভূমি বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধ জগৎ বা কোনও ক্রাইম সিন্ডিকেট হলেও, ‘মন্দার’-এর প্রেক্ষাপট উপকূলবর্তী কাল্পনিক গেইলপুর নামক এক জেলেপাড়া ও সেখানকার ক্ষমতার লড়াই। “আমরা শুরু থেকেই চিন্তাভাবনা করেছিলাম, যা হয়ে গেছে তার থেকে আলাদা কিছু করব। আমার মনে হয়েছিল মাছ, জল, আঁশ, বড়শি, জাল, এই উপাদানগুলো ব্যবহার করা যেতে পারে। আসলে লকডাউন ও পরবর্তী সময়ে আমরা কাহিনী ও চিত্রনাট্য নিয়ে ভাবার অনেক সময় পেয়েছিলাম। অনেকটা সময় নিয়ে ‘মন্দার’ লেখা হয়েছে। কাজ শুরু হয়েও বন্ধ ছিল বহু দিন,” জানালেন অনির্বাণ।
‘মন্দার’-এর নামভূমিকায় অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল। “অনির্বাণ বলেছিল মন্দার চরিত্রটা আমাকে ভেবেই লেখা। তবে ও নাটকটা কীভাবে বর্তমান সময়ের উপযোগী করে তুলছে, সেটাই ছিল আমার আসল কৌতুহল,” বললেন দেবাশিস।
“লেডি ম্যাকবেথের উপর আমার চিরকালের লোভ,” বললেন সোহিনী। সিরিজ়ে তাঁর নাম লেইলা। “মঞ্চে বহুবার ম্যাকবেথ দেখেছি। তবে ‘মন্দার’ নিঃসন্দেহে একেবারে অন্যরকম একটা অ্যাডাপ্টেশন। অনির্বাণের সঙ্গে এতদিন মঞ্চে কাজ করেছি, এখনও করছি। পরিচালক হিসেবে ওর প্রথম সিরিজ়ে থাকতে পেরে খুবই ভালো লাগছে।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
দেবাশিস ও সোহিনী ছাড়াও ‘মন্দার’-এর অন্যান্য চরিত্রে রয়েছেন দেবেশ রায়চৌধুরী, শঙ্কর দেবনাথ, লোকনাথ দে, সুমনা মুখোপাধ্যায়, দোয়েল রায় নন্দী, দিগন্ত সাহা ও কোরক সামন্ত। মঞ্জু বুড়ি ও পেদো নামক দুই ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন সজল মণ্ডল ও সুদীপ ধাড়া। মূল নাটকের তৃতীয় ডাইনি এখানে একটি বিড়াল, নাম কালা।
‘মন্দার’-এর চিত্রনাট্য লিখেছেন প্রতীক দত্ত ও অনির্বাণ। চিত্রগ্রহণে ছিলেন সৌমিক হালদার, সম্পাদনায় সংলাপ ভৌমিক। সঙ্গীত পরিচালনা করেছেন শুভদীপ ঘোষ।
১৯ নভেম্বর থেকে হইচই-এ দেখা যাবে ‘মন্দার’।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী