মহিলা পুরোহিতদের উপস্থিতিতে মুক্তি পেল ‘তুই চল’
কলকাতা: মঞ্চের ওপর সযত্নে সাজানো গণেশ মূর্তি। ধূপধুনোর গন্ধে চারিদিকে বেশ একটা পুজো-পুজো ভাব। সবার চলাফেরাতেই ব্যস্ততার ছাপ স্পষ্ট। কী উদ্দেশ্যে এত ঘনঘটা? জল্পনার অবসান ঘটল কিছুক্ষণ অপেক্ষার পর। আরতির প্রদীপ হাতে একদল মহিলা উঠে এলেন মঞ্চে। প্রত্যেকের পরনেই লালপাড় সাদা শাড়ি। এঁরা প্রত্যেকেই পৌরহিত্যের সঙ্গে যুক্ত।
কলকাতার মহিলা পুরোহিতদের গল্প পর্দায় নিয়ে আসছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবির নাম ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। এই ছবির কেন্দ্রীয় চরিত্র শবরীর ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। সেই ছবিরই দ্বিতীয় গান ‘তুই চল’ মুক্তি পেল গতকাল। গানটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে অরিত্র, ঋতাভরী ও ছবির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান। ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ও।
‘তুই চল’ গানটি গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী। “এই গানটা আসলে এক মহিলার লড়াইয়ের কাহিনী,” জানালেন সোমলতা। “শবরীর লড়াইয়ে পথচলার হাতিয়ার এই গান। যে সকল মহিলা প্রচলিত ধারা ভেঙে বেরোতে চাইছেন, এই গান তাঁদের উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবিতে শবরীর স্বামী বিক্রমাদিত্যের চরিত্রে রয়েছেন সোহম মজুমদার। এর আগে সন্দীপ বঙ্গার হিন্দী ছবি ‘কবীর সিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহম। এছাড়াও অরিত্রর ছবিতে রয়েছেন সোমা চক্রবর্তী, মানসী সিংহ, শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও সর্বদমন সোম।
‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সঙ্গীত পরিচালনা করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। “‘চন্দ্রবিন্দু’র গানটির সঙ্গে এই ছবির নামের মিল ছাড়া আর কোনও সাদৃশ্য নেই। তবে এহেন নামকরণের সার্থকতা দর্শকরা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। ‘তুই চল’ গানটি এই ছবির শীর্ষসঙ্গীত বলা যেতে পারে। ছবির গল্পটা একজন মহিলার লড়াইকে কেন্দ্র করে এবং বিষয়টাও অভিনব। আমরা তাই চেয়েছিলাম সবকটা গানই মহিলা সঙ্গীতশিল্পীদের দিয়ে গাওয়াতে,” রেডিওবাংলানেট-কে জানালেন ‘চন্দ্রবিন্দু’র সদস্য অনিন্দ্য।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই ছবির ‘কোন গোপনে’ ইতিমধ্যেই শ্রোতামহলে জনপ্রিয়। “অনিন্দ্যদার সঙ্গে কাজ করতে বরাবরই ভীষণ ভালো লাগে। আর ‘কোন গোপনে’ এতটাই সুন্দর যে গাইতে পেরে খুবই আনন্দ হচ্ছে,” জানালেন সুরাঙ্গনা।
‘কোন গোপনে’ ও ‘তুই চল’ ছাড়া আরও দুটি গান থাকছে ছবিতে। তবে সেই গানদুটি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অনিন্দ্য। ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন, সংলাপ সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের।
৬ মার্চ মুক্তি পাবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।