‘কৃষ্ণকলি’ সহ চারটি ধারাবাহিকের দুই শিফটে শুটিং শুরু
RBN Web Desk: এবার থেকে দুই শিফটে শুটিং হবে ‘কৃষ্ণকলি’, ‘কে আপন কে পর’, ‘আলো ছায়া’, ‘তিতলি’ এবং ‘সর্বমঙ্গলা’র। কলটাইমও এগিয়ে এসেছে এই ধারাবাহিকগুলির সঙ্গে যুক্ত প্রায় সব শিল্পীর। দীর্ঘদিন লকডাউনের পর ১১ জুন থেকে শুরু হয়েছে টেলিভিশনের শুটিং। পাশাপাশি শুরু হয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিকও। বদল ঘটেছে সময়ানুবর্তিতাতে। তারই জেরে প্রায় দুঘন্টা এগিয়ে এল কলটাইম।
গত চার বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে ‘কে আপন কে পর’। এই ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র জবার ভূমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা। এর আগে তাঁর কলটাইম ছিল সকাল ৮.০০টা। কিন্তু এখন থেকে তাঁকে সকাল ৬.০০টায় শুটিং ফ্লোরে হাজিরা দিতে হবে। ধারাবাহিকটির কাহিনীকার সুশান্ত দাস সংবাদমাধ্যমকে জানালেন যে এতদিন পূর্বনির্ধারিত নিয়মেই শুটিং হচ্ছিল। কিন্তু সম্প্রতি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন থাকার কারণে কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে শিল্পীদের কলটাইম থাকত সকাল ৭.৩০টা যাতে তাঁরা ৮.০০টার মধ্যে শুটিং শুরু করতে পারেন। কিন্তু এবার থেকে কলাকুশলীদের সকাল ৬.০০টার মধ্যে শুটিং ফ্লোরে আসতে হবে। ঘড়ির কাঁটা অনুযায়ী দুই শিফটে শুটিং শেষ হবে রাত ৮.০০টা নাগাদ।
আরও পড়ুন: অডিও আর্কাইভের উদ্যোগ সুজয়ের
আগে সপ্তাহের সাতদিন এই ধারাবাহিকগুলি এপিসোড প্রতি ২০-২২ মিনিটের ফুটেজ নিয়মিত শুট করা হত। কিন্তু সপ্তাহে দু’দিন লকডাউনের কারণে এবার থেকে ধারাবাহিকগুলির দিনে ৩০ মিনিটের ফুটেজ শুট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দুই শিফটে সপ্তাহে পাঁচদিন শুটিং করে আনুমানিক ১৫০ মিনিটের ফুটেজের ব্যাকআপ রাখতে চাইছে ধারাবাহিকগুলির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তেমন বড় কোনও পরিবর্তন দেখছেন না সৌমিত্র
তবে সব ধারাবাহিকগুলির ক্ষেত্রে দুই শিফটে কাজ হবে এমন নয়। ‘জয় বাবা লোকনাথ’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘চুনি পান্না’ ধারাবাহিকগুলির পক্ষ থেকে অরবিন্দ দাশগুপ্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা কলটাইম এগিয়ে আনেননি। পরিবর্তে তাঁরা দ্বিগুণ ইউনিট নিয়ে দিনে ৩৫-৪০ মিনিটের ফুটেজ শুট করবেন। এভাবে দ্বিগুণ ইউনিট নিয়ে একসঙ্গে দুটি ধারাবাহিকের শুটিং সমান্তরালভাবে চালানো সম্ভব বলে জানিয়েছেন তিনি।
এর আগে রবিবার সাপ্তাহিক ছুটি থাকলেও, এবার থেকে সেই ছুটি পাবেন না, ‘ফিরকি’, ‘ইরাবতীর চুপকথা’, ‘সাঁঝের বাতি’, ‘ধ্রুবতারা’ ধারাবাহিকের কলাকুশলীরা। বদল ঘটেছে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘নকশিকাঁথা’, ‘কোড়া পাখি’ ধারাবাহিকেও।