তেমন বড় কোনও পরিবর্তন দেখছেন না সৌমিত্র

RBN Web Desk: সারা দেশে লকডাউনের মধ্যেই শুটিংয়ে ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৪ জুলাই থেকে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘অভিযান’-এর শুটিং করলেন অশীতিপর এই অভিনেতা। তবে কোভিড পরবর্তী সময়ে এই প্রথমবার নয়, কিছুদিন আগে তিনি স্টুডিওতেও শুটিং করেছেন। পরিচালক শ্যামল বোসের নাম না হওয়া ছবির কিছু অংশের কাজ বাকি থেকে গিয়েছিল। সেই কাজ আগে শেষ করেন সৌমিত্র। 

‘অভিযান’-এর শুটিং করতে এসে সৌমিত্র বললেন, নিজের কাজের জায়গায় ফেরার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। শুটিং ফ্লোরে সবরকম সাবধানতা অবলম্বন করেই কাজ শুরু করা হয়েছে। 

মহারাষ্ট্রে লকডাউনের নিয়ম অনুযায়ী ৬৫ বছরের উপরের শিল্পীরা এই পরিস্থিতিতে শুটিং করতে পারবেন না। তবে এই রাজ্যে তেমন কোনও নিয়ম করা হয়নি। বরং সরকার এই সংক্রান্ত সিদ্ধান্ত অভিনেতাদের ওপরেই ছেড়ে দিয়েছে। 

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন এই আতঙ্ক থাকবেই বলে মনে করেন সৌমিত্র। তবে ভ্যাকসিনের অপেক্ষায় তো আর কাজ বন্ধ করে বসে থাকা সম্ভব নয়। রুটিরুজির জন্য কাজ করতেই হবে। সবরকম সতর্কতাকে সঙ্গে রেখেই নিউ নর্মালে অভ্যস্ত হতে হবে সবাইকে। তবে নতুন অবস্থায় কাজ করতে তাঁর খুব একটা অস্বাভাবিক লাগছে না। নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত ধোয়া, ফ্লোরে বারবার জীবাণুনাশক স্প্রে করা ও সকলের মাস্ক পরে থাকা ছাড়া আর তেমন বড় কোনও পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌমিত্র।

এই পরিস্থিতিতে অন্য অভিনেতারা অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে এলেও সৌমিত্র তাঁর বরাবরের অভ্যেস মতো ইউনিটের সঙ্গেই খাচ্ছেন। তিনি জানিয়েছেন তাঁর পক্ষে বাড়ি থেকে খাবার আনা সম্ভব নয়। তাই তাঁর দ্বিপ্রাহরিক স্যান্ডউইচের ব্যবস্থা প্রোডাকশন থেকেই করা হয়েছে। 

ছবি: গার্গী মজুমদার

শিল্ড হাতছাড়া

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *