দুঁদে পুলিশ অফিসার হয়ে আসছেন অর্কজা
RBN Web Desk: দুঁদে পুলিশ অফিসার হয়ে ‘মিঠাই’ ধারাবাহিকে আসছেন অর্কজা আচার্য। তাঁর অভিনীত চরিত্রের নাম বসুন্ধরা বসু। ধারাবাহিকে রুদ্রকে তদন্তে সাহায্য করতেই বদলি হয়ে আসছেন বসুন্ধরা। এসিপি রুদ্রদেব ব্যানার্জি ওরফে রুদ্রর ভূমিকায় অভিনয় করছেন ফাহিম মির্জা।
‘ওগো নিরুপমা’ শেষ হয়েছে দু’মাসও হয়নি। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করে প্রবল জনপ্রিয় হন অর্কজা। এবারে একেবারে বিপরীত মেরুর একটি চরিত্র তাঁকে দেখা যাবে। টেলিপাড়া সূত্রের খবর, আজ গোটা দিন বসুন্ধরার চরিত্র শ্যুটিং করেছেন অর্কজা।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এমনও শোনা যাচ্ছে, ‘মিঠাই’-এ রুদ্র-বসুন্ধরাকে প্রেম করতে দেখা যাবে। চিত্রনাট্যে এরকম চমকই আনতে চলেছেন কাহিনীকার শাশ্বতী ঘোষ। রুদ্র ও বসুন্ধরা পূর্ব পরিচিত।
সংবাদমাধ্যমকে অর্কজা জানিয়েছেন যে বসুন্ধরার চরিত্রে কাজ করার জন্য তিনি ‘মর্দানি’ ছবিতে রানি মুখোপাধ্যায় অভিনীত শিবানী রায় চরিত্রটি আরেকবার দেখতে চলেছেন।