সুস্মিতা, জয়ের নতুন গানে কলেজ প্রেমের গল্প
RBN Web Desk: স্কুলের গন্ডি পেরিয়ে সদ্য কলেজে পা দেওয়া মানেই স্কুলড্রেসের খোলস ছেড়ে রঙিন প্রজাপতির মতো ডানা মেলে উড়তে শেখা। হঠাৎ করে অভিমান, আবার হঠাৎই এক দমকা হাওয়ায় সব ভুলে যাওয়া। মুখে কিছু বলতে না পারলেও মনের মানুষটিকে অন্তত একবার ক্যান্টিন, কলেজের মাঠ কিংবা ইউনিয়ন রুমে দেখতে পাওয়া ইচ্ছেটা থেকে যায় সর্বক্ষণ। কিন্তু বিশ্বজুড়ে এই করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ। তাই অপরিণত, স্বচ্ছ, স্নিগ্ধ এই অনুভূতিটাকে আবার নতুন করে শ্রোতাদের উপহার দিলেন সংঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস। সম্পর্কে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের ভাইঝি সুস্মিতা এবং সুরকার জয় সরকারের নতুন গান ‘ঘুম হতে চাই’ মুক্তি পেল সম্প্রতি।
“এই দুর্দিনে ভালো থাকার আশাই একমাত্র আমাদের বাঁচিয়ে রাখে। ভালো দিন আসবে এই আশা নিয়েই আমাদের এখন বাঁচতে হবে। আশা করি ‘ঘুম হতে চাই’ শ্রোতাদের তাঁদের প্রিয়জনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করাবে,” তাঁর নতুন গান সম্পর্কে সংবাদমাধ্যমকে বললেন সুস্মিতা।
আরও পড়ুন: তেমন বড় কোনও পরিবর্তন দেখছেন না সৌমিত্র
গানটির মধ্যে কলেজ প্রেমের একটি গল্প আছে বলে জানালেন সুস্মিতা। একটি মেয়ে একটি ছেলেটি ভালোবাসে। কিন্তু মেয়েটি নিশ্চিত নয় যে ছেলেটি তাকে ভালোবাসে কিনা। এই নিয়েই ‘ঘুম হতে চাই’ লিখেছেন গীতিকার সুহৃদ সুফিয়ান। গানের ভিডিওটি পরিচালনা করেছেন তনিম রহমান অংশু। ‘চেনা শহর’ অ্যালবামের অন্তর্গত ‘ঘুম হতে চাই’।
“আশা করি গানটি সবার ভালো লাগবে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন,” বললেন জয়।