অডিও আর্কাইভের উদ্যোগ সুজয়ের

RBN Web Desk: রেডিওর সঙ্গে নাটকের সম্পর্ক নতুন নয়। বহুকাল আগে থেকেই রেডিওতে নানান স্বাদের নাটক পাঠ করে এসেছেন বহু গুণী শিল্পী। সেই সমস্ত নাটক স্থান পেয়েছে আকাশবাণীর আর্কাইভে। ইদানিং রেডিওর বাইরেও শ্রুতিনাটক ও পাঠ নিয়ে নানা কাজ হচ্ছে। নতুন শিল্পীদের কন্ঠ উঠে আসছে এবং তা শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। এই ধরণের কাজ সংরক্ষণের ভাবনা থেকে একটি নতুন অডিও আর্কাইভের সূচনা করতে চলেছেন আন্তঃসাংস্কৃতিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

এই আর্কাইভে সুজয়ের নিজস্ব সংস্থা এসপিসি ক্রাফটের অনলাইন বিভাগের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’, ‘খ্যাতির বিড়ম্বনা’, ‘মুক্তধারা’, ‘ফাল্গুনী’ ও ‘অচলায়তন’ নাটকের নির্বাচিত অংশ পাঠ করবেন। রেডিও নাটকের আঙ্গিকে এগুলির পরিচালনা করবেন বাচিকশিল্পী চন্দ্রিমা চট্টোপাধ্যায় ও অভিনেতা সৌম্যব্রত ভট্টাচার্য। অনুষ্ঠানের পরামর্শদাতা হিসেবে থাকবেন সুজয়। 

“এই ধরণের অডিও আর্কাইভ বেসরকারি উদ্যোগে আগে কখনও হয়নি,” রেডিওবাংলানেট-কে জানালেন সুজয়। “নতুন বাচিকশিল্পীদের তুলে আনার জন্য তেমন কোনও উদ্যোগই নেওয়া হয়নি। বিদেশে হলে হয়তো এই কাজের জন্য সরকারি সাহায্য পাওয়া সহজ হতো। এখানে তেমন কোনও ব্যাপার নেই। একেবারেই নিজের উদ্যোগে এই কাজটা করতে চলেছি, শুধুমাত্র শিল্পের স্বার্থে।”

আরও পড়ুন: বাঙালি পরিচালকের হাত ধরে মুলায়মের বায়োপিক, মুক্তি পেল ট্রেলার

আর্কাইভটি তৈরি করার জন্য শিল্পীদের থেকে কোনওরকম অর্থসাহায্য নেওয়া হয়নি বলে জানালেন সুজয়। যে কোনও শিল্পের ক্ষেত্রেই এই ধরণের আর্কাইভের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। কেউ যদি বেতার নাটক বা অডিওর ক্ষেত্রে কোনও নতুন কাজ করতে চান সেক্ষেত্রে তিনি আর্কাইভের শিল্পীদের শুনে কন্ঠ নির্বাচন করতে পারেন। এসপিসি ক্রাফটের ইউটিউব চ্যানেলে রাখা থাকবে এই আর্কাইভ।

“এই কাজটা একাকালীন ভিত্তিতে নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবেই করতে চাই। ছ’মাস পরে এই পর্যায়ের দ্বিতীয় কাজ করার পরিকল্পনা রয়েছে। নতুন বাচিকশিল্পীদের জন্য এই কাজটা করা আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে বলেই আমি মনে করি,” জানালেন সুজয়। 

আজ প্রবাসী শিল্পীদের নিয়ে ‘লিপিকা’র নির্বাচিত অংশ পাঠের অনুষ্ঠান ‘অন্বেষণ’ সরাসরি দেখা যাবে এসপিসি ক্রাফটের ফেসবুক পেজে। 

শিল্ড হাতছাড়া

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *