নয়া মাইলস্টোনের মুখে ‘রাসমণি’, এবার শিবানন্দ-গদাধরের দ্বন্দ্ব
RBN Web Desk: নয়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২৪ জুলাই ১,০০০ পর্বে পা রাখতে চলেছে দিতিপ্রিয়া রায় ও গৌরব চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক। ‘রাসমণি’তে রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিয়া চক্রবর্তী ও রোশনী ভট্টাচার্য।
কী থাকছে ‘রাসমণি’র ১,০০০তম পর্বে?
গদাধরের অপরিসীম অলৌকিক প্রতিভাকে মিথ্যা প্রমাণ করতে চাইবেন শিবানন্দ ব্রহ্মচারী। রেগে যাবেন রাসমণি। গদাধর সত্যিই মা ভবতারিণীর উপাসক, কোনও ভণ্ড নয়। কিন্তু সে যে সত্যিই ভবতারিণীর স্নেহধন্য, একথা প্রমাণ করবে কে? এগিয়ে আসবেন মথুরামোহন বিশ্বাস।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
এই ধারাবাহিকে মথুরামোহনের চরিত্রে রয়েছেন গৌরব। প্রাথমিকভাবে শুধুমাত্র রাসমণির ছোটবেলার ভূমিকায় অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়ার। পরিণত বয়সের রাসমণির জন্য অন্য অভিনেত্রীর কথা ভাবলেও দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কারণে অভিনেত্রী বদল করেনি ধারাবাহিকটির কর্তৃপক্ষ।