এবার সুপারহিরো হিসেবে বিক্রমকে চিনবে দর্শক, দাবি তথাগতর
RBN Web Desk: গতবছরের শেষদিকে পশ্চিম বর্ধমানের অন্ডালে পাঁচটি কুকুর ছানাকে কুয়োয় ফেলে হত্যা করার অভিযোগ ওঠে এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। তার কয়েক বছর আগে, হায়দরাবাদে শতাধিক কুকুরকে মারা হয় বিষ খাইয়ে। প্রতিমাসেই এমন যত্রতত্র সারমেয় হত্যা বা নিখোঁজের মতো ঘটনা ঘটে চলে এই আধুনিক সমাজের আনাচে কানাচে, প্রায় নিশ্চুপে। এই ধরনের হাজারো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আসছে তথাগত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘পারিয়া’। ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, তপতী মুন্সি, সৌম্য মুখোপাধ্যায়, বিমল গিরি, লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার ও দেবাশিস রায়।
ভারতীয় দেশি প্রজাতির কুকুর, যাদের রাস্তায় দেখতে পাওয়া যায়, তাদের পোশাকি নাম পারিয়া। যুগ-যুগ ধরে নিজের দেশেই এই প্রজাতির কুকুর বিপন্ন। রাস্তার কুকুরদের জন্য যারা সারা বছর কাজ করেন কলকাতায় তাদের মধ্যে অন্যতম মুখ তথাগত। ‘পারিয়া’ কি তাহলে শুধু প্রতিশোধের ছবি?
“না ঠিক তা নয়,” রেডিওবাংলানেট-কে বললেন তথাগত। “ছবির পোস্টারে লেখাই রয়েছে ভল্যুম এক। তাই এটা অসমাপ্ত গল্প বলা যায়। একজন হিরোর উঠে আসার গল্প।”
ছবির কাহিনি কী নিয়ে?
ভাতের হোটেল চালান এক বয়স্ক মহিলা (তপতী)। তিনি রাস্তার কুকুরদেরও খেতে দেন। সেই হোটেলে খেতে আসে কারখানার এক সাধারণ শ্রমিক (বিক্রম)। সেই কুকুরকে খাওয়ানো নিয়েই সমস্যা শুরু হয়। একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় সেই বুড়ি আর তার কুকুরদের সঙ্গে আর সেখান থেকেই এক সুপারহিরোর জন্ম হয়।
আরও পড়ুন: বেসিক গানেই ভরসা রাখছে স্যমন্তক অ্যান্ড মেটস
পৃথিবীর প্রায় সবদেশেই রাস্তার কুকুরদের জন্য সুব্যবস্থা রয়েছে বলে জানালেন তথাগত। এমনকি ভারতের বেঙ্গালুরু তথা বেশ কিছু শহরে রয়েছে কুকুরদের যত্ন নেওয়ার নানা ব্যবস্থা। এই ছবিতে কলকাতার ছবিটা তুলে ধরতে চেয়েছেন তথাগত যেখানে রাস্তার কুকুরদের ব্যবহার করে চলে এনজিও থেকে শুরু করে অন্য অনেক ব্যবসা।
ছবিতে এক এনজিও-এর কর্ণধার হিসেবে দেখা যাবে শ্রীলেখাকে। অঙ্গনা সেখানে সদ্য কাজে যোগ দেওয়া এক কর্মী। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর চরিত্রে থাকছেন অম্বরীশ যে কিনা কুকুর দরদী বলে পরিচিত। এক কসাইয়ের চরিত্রে দেখা যাবে সৌম্যকে।
“আমাদের সমাজে এই মুহূর্তে পথ-কুকুরদের অবস্থান, তাদের ওপর হওয়া অত্যাচার এবং তার প্রতিবাদে কী-কী করা যায় এ সবই উঠে আসবে ছবিতে,” জানালেন তথাগত। “এর পাশাপাশি বিক্রম অভিনীত চরিত্রের একটা গল্পও থাকছে। বিক্রমকে এই ছবির পর দর্শক সুপারহিরো হিসেবে চিনবে। রাস্তার কুকুরদের ওপর হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটাও অবশ্যই থাকছে ছবিতে।”
এই গল্পের মূল ঘটনা এক নামকরা ব্যাক্তির সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা বলে জানালেন তথাগত। “ক্রমশ তার নাম বলব। তবে মূল ঘটনা সেটাই যেখান থেকে ছবিটা করার কথা আমার মাথায় আসে,” বললেন তিনি।
আরও পড়ুন: ডেভিড হেয়ারের জীবনী প্রকাশ
নবারুণ ভট্টাচার্যের ‘লুব্ধক’ উপন্যাস নিয়ে কাজ করার ইচ্ছা ছিল তথাগতর যা কিনা একটি সারমেয় উপকথা নামে পরিচিত। তবে সেই কাজের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা পাওয়ার সম্ভাবনা নেই বলেই এই গল্পটা ভেবেছেন বলে জানালেন তথাগত। তবে ‘পারিয়া’কে ব্যক্তিগত প্রতিশোধের ছবি বলেও মনে করেন তিনি। “আমি দেখেছি কেউ একটা কুকুরকে গাড়িচাপা দিয়ে মেরে হাসতে-হাসতে থানা থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কিছুই করতে পারিনি। সেই প্রতিশোধগুলো আমি ছবির মাধ্যমে নিয়েছি,” বললেন তিনি।
প্রায় সত্তরটি অপ্রশিক্ষিত দেশি কুকুরকে নিয়ে শ্যুটিং করেছেন তথাগত। বহু মানুষ যাঁরা এই জাতের কুকুর পোষেন, তাঁরা নিজেরাই তাঁদের পোষ্যটিকে দিয়েছেন এবং এদের নিয়ে খুব মজা করে শুটিং করেছেন বলে জানালেন তথাগত।
৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পারিয়া’।