ডেভিড হেয়ারের জীবনী প্রকাশ

RBN Web Desk: ভারতের সামাজিক উত্তরণে যে সকল বিদেশিদের অবদান ছিল সবথেকে বেশি, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ডেভিড হেয়ার। তাঁর অবদান বর্তমান সমাজেও স্বীকৃত। মানুষের তরে মানুষই থাকতে পারে, এই কথাগুলি তিনি অক্ষরে-অক্ষরে উপলব্ধি করতে পেরেছিলেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। সম্প্রতি শহরে একটি অনুষ্ঠানে প্রকাশিত হলো সরোজেশ মুখোপাধ্যায়ের লেখা ‘দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ ডেভিড হেয়ার: ফার্স্ট সেকুলার এডুকেশনিস্ট অফ ইন্ডিয়া’।

ঊনবিংশ শতকের প্রথমভাগে ডেভিড হেয়ার কলকাতায় থাকাকালীন আধুনিক শিক্ষাব্যবস্থায় বিশেষ অবদান রেখেছিলেন। বহু দরিদ্র ভারতীয়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। নিজে বহু বিদ্যালয় চালানোর পাশাপাশি প্রেসিডেন্সি কলেজ ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠাতেও অবদান রাখেন। কোনওরকম পুরষ্কারপ্রাপ্তি বা সম্মানের আশায় তিনি এই কাজ করতেন না। তাঁর জীবনদর্শনই তাঁকে এই কাজে রত করেছিল। এই জীবনীতে ডেভিড হেয়ারের সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাঁর কাজের মূল্যায়ন করা হয়েছে।

আরও পড়ুন: মেওয়ারি ভাষার ছবি বিদ্যুৎ এনে দেবে প্রত্যন্ত গ্রামে

সরোজেশ ছাড়াও বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔপন্যাসিক ও কবি অমিত চৌধুরী এবং ঐতিহাসিক রোসিঙ্কা চৌধুরী। রোসিঙ্কা ও সরোজেশ ডেভিড হেয়ারের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেন। সেই সময় শহরের রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাব্যবস্থায় ডেভিড হেয়ারের প্রভাব বিষয়ে আলোকপাত করেন অমিত।

সরোজেশ বলেন, “এই বইটি স্রেফ একটি জীবনী নয়, বরং ভারতের ইতিহাসের পালাবদলের সময়কালের দিকে তাকানোর এক জানলাও বটে।”

অনুষ্ঠানের শেষভাগে ছিল প্রশ্নোত্তর পর্ব।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *