শেষ হতে চলেছে ‘ইচ্ছে পুতুল’?
RBN Web Desk: একগুচ্ছ নতুন ধারাবাহিক আসার কথা এ বছরে। শোনা যাচ্ছে একগুচ্ছ নতুন জুটির কথাও। এরই মাঝে বেশ কয়েকটি পুরোনো ধারাবাহিক বন্ধ হয়ে যাবে বলেও শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়। জয়দীপ কর্মকারের পরিচালনায় ‘ইচ্ছে পুতুল’-এ অভিনয় করছেন তিতিক্ষা দাস, মৈনাক বন্দ্যোপাধ্যায় ও শ্বেতা মিশ্র।
গতবছর জানুয়ারিতে এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। একবছরের মাথাতেই সেটি শেষ হতে চলেছে বলে খবর। গত কয়েক মাসে টিআরপি তালিকার প্রথম দশে জায়গাও করে নিয়েছিল ‘ইচ্ছে পুতুল’।
মৈনাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইচ্ছে পুতুল’ এখনই বন্ধ হচ্ছে কিনা তা নিয়ে এখনই তাদের কাছে কোনও খবর আসেনি। তবে সবকিছুরই একটা শেষ আছে।
আরও পড়ুন: ফিরছেন ববি দেওল
কোনও ধারাবাহিক টিআরপি তালিকার একদম ওপরের দিকে না থাকলে চ্যানেল কর্তৃপক্ষ আজকাল আর সেটির সম্প্রচার বজায় রাখে না। শুরুর ছ’মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে, এমন ধারাবাহিকের সংখ্যাও কম নয়। একটি ধারবাহিককে অর্থনৈতিকভাবে ব্রেক-ইভেন হতে সাধারণ একবছর সময় লাগে।