বেসিক গানেই ভরসা রাখছে স্যমন্তক অ্যান্ড মেটস
কলকাতা: ছবির গানের দাপটে বাংলা বেসিক গান যখন প্রায় কোণঠাসা, সেখানে উল্টোপথেই হাঁটার সিদ্ধান্ত নিল ব্যান্ড স্যমন্তক অ্যান্ড মেটস। গতকাল দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে প্রকাশিত হলো দলটির প্রথম অ্যালবাম ‘ভলিউম ওয়ান’। রক ব্যালাডের সুর ও কবিতার ছন্দে এই অ্যালবামে গান বেঁধেছেন ব্যান্ডের চার সদস্য স্যমন্তক সিংহ, শুভ্র সেন, দীপায়ন গঙ্গোপাধ্যায় ও কুশল ভাণ্ডারী।
বর্ষা, হেমন্ত, শীত ও বসন্ত এই চার ঋতুর চারটি প্রেমের গান থাকছে ‘ভলিউম ওয়ান’-এ। গানের কথা লিখেছেন অর্ঘ্যদীপ ঘোষ, সাহানা বাজপেয়ী, স্বদেশ মিশ্র ও সোমেন রায়। অ্যালবাম প্রকাশের আগে চার গীতিকার তুলে ধরলেন তাঁদের গান রচনার নেপথ্যকথা। সাহানার লেখা ‘ছাতিম ফুল’ আগে একবার স্যমন্তক অ্যাকাউস্টিক ভার্সনে তৈরি করলেও, এই অ্যালবামে গানটি রয়েছে এক নতুন আঙ্গিকে।
আরও পড়ুন: অন্তত পাঁচ বছর থিয়েটার করার পরামর্শ মনোজের
লকডাউনের সময়েই স্যমন্তক এন্ড মেটস-এর সূচনা। “আগে বেশ কিছু সিঙ্গলস প্রকাশ করলেও আমি বরাবরই চেয়েছিলাম একটা গানের অ্যালবাম করতে। এখনও একটা ব্যান্ডের আইডেন্টিটি বোঝা যায় তার অ্যালবাম থেকে,” বললেন স্যমন্তক।
‘ভলিউম ওয়ান’ প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র, অর্ক মুখোপাধ্যায়, গৌরব (গাবু) চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়রা।
ইনরেকো ইউটিউব চ্যানেল ও বিভিন্ন সঙ্গীতের অ্যাপে শোনা যাবে ‘ভলিউম ওয়ান’।