সব পেয়েছির অনলাইন বাজারে এবার ‘ব্রহ্মদৈত্য’
RBN Web Desk: প্রযুক্তির কল্যাণে সবজি, মাছ থেকে শুরু করে আলমারি, ল্যাপটপ মায় আস্ত একটা বাড়িও আজকাল অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে। কেমন হতো যদি এই সব পেয়েছির বাজারে ভূতও কিনতে পাওয়া যেত? এরকমই একটি বিষয় নিয়ে পরিচালক অভিরূপ ঘোষ তৈরি করেছেন তাঁর পরবর্তী ছবি ‘ব্রহ্মদৈত্য’। অভিনয়ে রয়েছেন সায়নী ঘোষ, রুদ্রনীল ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমেন বোস, সৌরভ সাহা, সৌমাল্য দত্ত, মণিকা দে ও দত্তাত্রেয় চট্টোপাধ্যায়।
‘ব্রহ্মদৈত্য’র গল্প কী নিয়ে? সায়ন্তিকা (সায়নী) একজন সাংবাদিক। পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা সমস্যায় সে বিরক্ত। এই অবস্থায় সম্পাদক তাকে ভূত নিয়ে একটা প্রবন্ধ লেখার হুকুম দেন। ইন্টারনেটে ঘেঁটে ‘বাই আ ঘোস্ট ফর সেল’ নামক এক অনলাইন শপিং সাইট খুঁজে পায় সায়ন্তিকা। সেখানে ঢুকে সে দেখে সেলে, সস্তায় একটা ব্রহ্মদৈত্য পাওয়া যাচ্ছে। কৌতূহলী হয়ে ব্রহ্মদৈত্য বুক করে ফেলে সায়ন্তিকা। পরেরদিন তার বাড়িতে একটা ট্রাঙ্ক এসে পৌঁছয়। সেই ট্রাঙ্কেই নাকি রয়েছে সায়ন্তিকার কিনে আনা ব্রহ্মদৈত্য। এরপরেই বাড়িতে শুরু হয় একটার পর একটা অদ্ভুত ঘটনা। তরাপর কী হয়, তাই নিয়েই এগোবে ছবির গল্প।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
এমন অভিনব বিষয় নিয়ে ছবি করার কথা ভাবলেন কেন? উত্তরে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ়’-এর পরিচালক অভিরূপ রেডিওবাংলানেট-কে বললেন, “পৃথিবীর সব প্রাচীন দেশের গল্পেই এরকম কিছু ভূত বা সুপারন্যাচারালের গল্প থাকে। আমরাও ছোটবেলায় সেরকমই ব্রহ্মদৈত্য, পেত্নী, শাকচুন্নি এরকম নানা ধরণের ভূতের গল্প পড়েছি বা শুনেছি। কিন্তু এখনকার প্রজন্ম আর এসব পায় না। এরা কোনওদিন এই সব চরিত্রের নামই শোনেনি । অথচ আমেরিকা বা জাপানের মতো দেশে প্রাচীন রূপকথাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়, নানারকম কাজ হয়। সেখান থেকেই আমার মনে হয়েছিল বর্তমান প্রজন্মকে এগুলো চেনানো দরকার।”
ছবির কাহিনীকার অভিরূপ নিজেই, সম্পাদনায় জিষ্ণু সেন। ছবির আবহসঙ্গীত পরিচালনা করেছেন মেঘ বন্দ্যোপাধ্যায়। চিত্রগ্রহণে রয়েছেন অঙ্কিত সেনগুপ্ত।
১১ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মদৈত্য’।