জ়োরাম্বো হতে পারলেন না মোগাম্বো

RBN Web Desk: মোগাম্বো হতে পারতেন জোরাম্বো। কিন্তু তা আর হলো না। দর্শক এক অন্যধারার কমিক ভিলেনের দেখা পাওয়া থেকে বঞ্চিত হলেন শুধুমাত্র পরিচালকের সিদ্ধান্তের জন্য। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল শেখর কপূর (Shekhar Kapur) পরিচালিত ‘মিঃ ইন্ডিয়া’ (Mr. India)। অনিল কপূর (Anil Kapoor) ও শ্রীদেবী (Sridevi) অভিনীত এই ছবির মূল খলচরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরী (Amrish Puri)। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল মোগাম্বো (Mogambo)। গত ৩৭ বছরে হিন্দি ছবির ভিলেনের ভূমিকায় এক আলাদা মাইলস্টোন হয়ে গেছে মোগাম্বো।

সেই মোগাম্বোর যমজ ভাইয়ের কথা প্রায় কেউই জানে না। সম্প্রতি সে কথাই জানিয়েছেন পরিচালক রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi)। ১৯৯৪ সালে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অন্দাজ় অপনা অপনা’ (Andaz Apna Apna)। সে সময় বক্স অফিসে তেমন ভালো ফল না করলেও, আজ তিন দশক পেরিয়ে কাল্ট ক্লাসিক বলে বিবেচিত হয় ছবিটি। আদ্যোপান্ত এই কমেডি ছবিতে অভিনয় করেছিলেন আমির খান (Aamir Khan), সলমন খান (Salman Khan), রবীনা টন্ডন (Raveena Tandon), করিশমা কপূর (Karisma Kapoor), পরেশ রওয়াল (Paresh Rawal) ও শক্তি কপূর (Shakti Kapoor)

আরও পড়ুন: পিছিয়ে গেল তব্বু-অজয়ের ছবির মুক্তি

এই ছবিতেই মোগাম্বোর যমজ ভাই জ়োরাম্বোর ভূমিকায় অভিনয় করার কথা ছিল অমরিশের, জানিয়েছেন খোদ পরিচালক। হিন্দি ছবির ইতিহাসে কিংবদন্তি হয়ে যাওয়া চরিত্র মোগাম্বোকে মাথায় রেখেই তৈরি করা হয়েছিল জ়োরাম্বো চরিত্রটি। তবে এই চরিত্রটি ছিল মোগাম্বোর একেবারে উল্টো। মোগাম্বোর পরনে থাকত কালো পোশাক। তাই জোরাম্বোকে পরানোর কথা ছিল সাদা পোশাক। এমনকী এই পোশাক তৈরিও হয়ে গিয়েছিল। এছাড়া ভয়ঙ্কর ভিলেন মোগাম্বোর মুখে লেগে থাকত হালকা হাসি। ঠিক সেভাবেই জোরাম্বোকে কখনওই হাসতে দেখা যেত না। ‘মিঃ ইন্ডিয়া’র বিখ্যাত সংলাপ ছিল ‘মোগাম্বো খুশ হুয়া’। সেই ভাবেই জ়োরাম্বোর মুখে সংলাপ বসানো হয়েছিল ‘জ়োরাম্বো খুশ নহি হুয়া’।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেতে চলেছে ‘যমালয়ে জীবন্ত ভানু’

এই চরিত্রটি অন্য কারও জায়গায় নয়, আলাদাভাবেই ছবিতে রাখার কথা ছিল। ক্রাইম মাস্টার গোগোর চরিত্রটি সেক্ষেত্রে কিছুটা কমতে পারত। তবে ছবির দৈর্ঘ্য বেড়ে যাবার কারণে পরে জ়োরাম্বো চরিত্রটিকে বাদ দিতে বাধ্য হন রাজকুমার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, জ়োরাম্বোর চরিত্রটিও মোগাম্বোর মতো লোকজনকে গরম জলে ঝাঁপ দিতে বলতো। পরিকল্পনা করা হয়েছিল, একটি দৃশ্যে জ়োরাম্বোর মুখোমুখি হবে অমর (আমির) ও প্রেম (সলমন)। তিনজনের মুখোমুখি উত্তপ্ত আলোচনার পর ক্যামেরা যখন ওয়াইড শটে দূর থেকে দেখাবে, তখন বোঝা যাবে জ়োরাম্বো একটি টেবিলের ওপর দাঁড়িয়ে আছে, কারণ চরিত্রটি ছিল এক বামনের। 

ছবি: ইউটিউব




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *