আবারও দ্বৈত চরিত্রে সলমন খান

RBN Web Desk: আবারও দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন খান (Salman Khan)। এ আর মুরুগাদাসের (AR Murugadoss) পরিচালনায় ‘সিকন্দর’ (Sikandar) ছবিতে দুটি পৃথক চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগে ১৯৯৭ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘জুড়ওয়া’ (Judwaa) ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

গত বছর এটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তবে সেখানে ছেলে ও বাবার চরিত্রে তাঁর থাকার ব্যাপারটা চমক হিসেবেই ছিল। ‘সিকন্দর’ ছবির ক্ষেত্রে আগে থেকেই সলমনের দুটি চরিত্রে থাকার ব্যাপারে জানা গিয়েছে। শোনা যাচ্ছে এখানে তাঁর দুটি চরিত্রের একটি একজন সফল ব্যবসায়ীর আর দ্বিতীয়টি একজন অতিশক্তিশালী মানুষের। 

আরও পড়ুন: শেখর-শার্লকে সাবাশ

এই ছবিতে সলমন ছাড়াও রয়েছেন সুনীল শেট্টি (Suniel Shetty) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। সলমন প্রথমবার রশ্মিকার সঙ্গে অভিনয় করবেন এই ছবিতে। ছবির প্রথমভাগে শুটিং শেষ হয়েছে জুলাই মাসে। দ্বিতীয় ভাগের শুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যেই। ছবিটি সর্বভারতীয় দর্শকের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। 

গত বছর ‘কিসি কি ভাই কি সি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) এবং ‘টাইগার ৩’ (Tiger 3) ছবিতে দেখা গিয়েছিল সলমনকে। এই বছর ঈদে তাঁর কোনও ছবি মুক্তি না পেলেও আগামী বছর ‘সিকান্দর’ দিয়ে আবারও ফিরতে চলেছেন ভাইজান। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *