পিছিয়ে গেল তব্বু-অজয়ের ছবির মুক্তি

RBN Web Deskকল্কিযুগের দাপট! তাই পিছিয়ে গেল তব্বু (Tabu), অজয় দেবগন (Ajay Devgn), জিমি শেরগিল (Jimmy Shergill) অভিনীত ছবি ‘অউরোঁ মে কাহাঁ দম থা’ (Auron Mein Kahan Dum Tha) ছবিটির মুক্তি। অন্তত ইন্ডাস্ট্রি সূত্রে তেমনই খবর। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), প্রভাস (Prabhas) ও কমল হাসান (Kamal Hassan) ছাড়াও নাগ অশ্বিন পরিচালিত এ ছবিতে রয়েছেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যয় (Saswata Chatterjee)। শোনা যাচ্ছে, বক্স অফিস রেকর্ড গড়ার পথে এগোচ্ছে ছবিটি।

‘অউরোঁ মে কাহাঁ দম থা’-এর পরিচালক নীরজ পাণ্ডে। ‘কল্কি ২৮৯৮ এডি’-এর এহেন দাপটের মাঝে তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবেই নীরজ ‘অউরোঁ মে কাহাঁ দম থা’-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন বলে খবর। ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।

আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই

আটটি ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তব্বু ও অজয় দেবগন। ইদানিং অজয় অভিনীত বা পরিচালিত ছবিতে তব্বুর থাকা প্রায় পাকা হয়ে গিয়েছে। ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’, ‘ভোলা’র মতো ছবিই তার প্রমাণ।  

স্কুলজীবনে সহপাঠী ছিলেন অজয় ও তব্বু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তব্বু জানিয়েছেন, ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ে একেবারেই স্বচ্ছন্দ নন অজয়।       




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *