প্রত্নতত্ত্ববিদ ইন্দ্রনীল, দৃষ্টিহীন জমিদার ঋত্বিক, সকলেরই পরিচয় গুপ্ত

RBN Web Desk: এবার এক দৃষ্টিহীন জমিদারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। আজই সামনে এসেছে ছবির প্রথম লুক। পরিচালক রণ রাজের ‘পরিচয় গুপ্ত’ (Porichoy Gupta) ছবিতে ঋত্বিকের সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)। এছাড়াও থাকবেন দর্শনা বণিক (Darshana Banik), জয় সেনগুপ্ত (Joy Sengupta), অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ও রৌনক ভট্টাচার্য। 

সমাজে অনেক মানুষই নিজের পরিচয়ের কিছুটা অন্তত অন্যের থেকে গোপন করে রাখেন। কেউ হয়তো সমাজ এবং পরিবারের চাপেই সম্পূর্ণ পরিচয় সকলের সামনে আনতে পারে না। ছবিতে ঋত্বিককে এক রাজত্বহীন জমিদারের চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন: পিছিয়ে গেল তব্বু-অজয়ের ছবির মুক্তি

ছবির গল্প সম্পর্কে এখনই বিশেষ কিছু জানা না গেলেও কালো চশমায় চোখ ঢাকা ঋত্বিকের চরিত্র যে বেশ কিছুটা রহস্যের সৃষ্টি করবে সে কথা আন্দাজ করা যায়। অন্যদিকে ইন্দ্রনীলের চরিত্রটি একজন প্রত্নতত্ত্ববিদের। কিছুটা পুরোনো দিনের সাজগোজে তাঁর চরিত্রটিও এক বিশেষ সময়ের কথা বলবে বোঝা যায়। জয় সেনগুপ্তর সাজ বলে দেয় তাঁর চরিত্রটি একজন রূপান্তরকামী মানুষের। সব মিলিয়ে গল্পে যে অনেকেই পরিচয় গোপন করে আছেন তার আভাস পাওয়া যাচ্ছে। 

অন্য ধাঁচের এই থ্রিলার ছবির শুটিং হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। এই বছরেই মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *