অবশেষে মুক্তি পেতে চলেছে ‘যমালয়ে জীবন্ত ভানু’
RBN Web Desk: গতবছর ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। কথা ছিল ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বছরের শেষে। কিন্তু বছর ঘুরে গেলেও ছবি মুক্তির কোনও খবর ছিল না। এমনকি খোদ মুখ্য চরিত্রাভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও (Saswata Chattopadhyay) কিছুদিন আগেই নতুন ছবির ট্রেলার মুক্তিতে এসে আক্ষেপ করেছিলেন, “ছবিটার যে কী হলো কে জানে!”
সেই ছবিই মুক্তি পেতে চলেছে ঠিক একবছর পর। ২৬ আগস্ট পোস্টার প্রকাশিত হয়েছিল পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘যমালয়ে জীবন্ত ভানু’ (Jomaloye Jibonto Bhanu) ছবিটির। অবশেষে সে ছবি মুক্তি পাচ্ছে এক বছর পর ওই একই দিনে। অভিনেতার জন্মদিন ২৬ আগস্ট। সেদিনই মুক্তি পাবে ছবিটি। নামভূমিকায় অর্থাৎ ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত।
আরও পড়ুন: ভিড় সামলাতে মধ্যরাতের শো, বাংলাদেশে মেগাহিট ‘তুফান’
বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেতাদের নিয়ে বেশ কিছু ছবি তৈরি হয়েছে গত কয়েক বছরে। তার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় ও উত্তমকুমারকে নিয়ে ছবি হলেও কোনও চরিত্রাভিনেতাকে নিয়ে আজ পর্যন্ত তেমন কোনও ছবি হয়নি। বাংলার অন্যতম শক্তিশালী চরিত্রাভিনেতা ভানুবাবুকে নিয়ে ছবির খবরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন দর্শক। তবে ছবিটি বায়োপিক আকারে তৈরি হয়নি। অভিনেতার স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে ছবিতে থাকছেন দেবলীনা দত্ত। কালজয়ী ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর গল্পকে অবলম্বন করে বিভিন্ন ছবির দৃশ্য উঠে আসবে ছবিতে, এমনটাই জানা গিয়েছে।
শাশ্বত এর আগে ‘অচেনা উত্তম’ ছবিতে উত্তমকুমারের চরিত্রে অভিনয় করেছেন। তার আগে তাঁকে ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে ঋত্বিক ঘটকের চরিত্রেও দেখা গিয়েছে। বাংলা ছবির সর্বকালের সেরা কৌতুক অভিনেতার চরিত্রে শাশ্বত কতটা সফল হন আপাতত সেই অপেক্ষায় আছেন দর্শক।