অ্যাকশন ছবিতে সানি
RBN Web Desk: ৭২ বছর বয়সে চুটিয়ে একের পর এক অ্যাকশন ছবিতে কাজ করছেন রজনীকান্ত। সে ছবি হিটও হচ্ছে। মুম্বইয়ের তারকারাই বা পিছিয়ে থাকবেন কেন? বড়ছেলের বিয়ে দেওয়ার পর তাই ৬৬ বছরের সানি দেওলকে দেখা যাবে অ্যাকশন ছবিতে। গদর ২ সুপারহিট হওয়ার পর, ছবির সংখ্যা বাড়িয়ে দিয়েছেন সানি।
শোনা যাচ্ছে, নতুন অ্যাকশন ছবিটির পরিচালক আব্বাস-মস্তান। ‘খিলাড়ি’, ‘বাজ়িগর’, ‘রেস’-এর মতো ছবি পরিচালনা করেছিলেন তাঁরা। এই প্রথম তাঁরা সানির সঙ্গে কাজ করতে চলেছেন। সানি ছাড়াও, হিন্দি ছবির প্রথম সারির চারজন তারকার থাকার কথা এই ছবিতে।
আরও পড়ুন: গান চুরির অভিযোগ শিলাজিতের
এদিকে ‘বর্ডার ২’-এর জন্য ₹৫০ কোটি দাবি করেছেন সানি। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেপি দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’। ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র মেজর কুলদীপ সিংহ চাঁদপুরীর চরিত্রে অভিনয় করেছিলেন সানি।
ছবি: মুম্বই মিরর