বাঙালিরা কোনও কিছুর আর্কাইভাল মূল্য বোঝে না, ক্ষোভ গৌতমের

কলকাতা: বাঙালিরা কোনও কিছুর আর্কাইভাল মূল্য বোঝে না, এমনটাই বললেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghose)। তিনি এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি। এবারের উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

গতকাল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) অভিনেত্রী অরুন্ধতী দেবী (Arundhati Devi) ও পরিচালক হরিসাধন দাশগুপ্তের (Harisadhan Dasgupta) ছবি সম্পর্কিত নানা তথ্য নিয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করার সময় গৌতম বললেন, “খুব সুন্দরভাবে এগজ়িবিশন সাজানো হয়েছে। দেখে খুব ভালো লাগল। এখানে এরকম এগজ়িবিশন করা খুব কঠিন কাজ কারণ আমরা বাঙালিরা কোনও কিছুর আর্কাইভাল মূল্য বুঝি না। কিছু জিনিস যে সংরক্ষণ করে রাখার প্রয়োজন আছে সেটা ভাবা দরকার।”   

আরও পড়ুন: ফেলুদা সিরিজ়ে বিশেষ চরিত্রে ঋদ্ধি

এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনও ছবি আসেনি। এ প্রসঙ্গে তিনি বললেন, “বাংলাদেশের ছবি এমনিই খুব কম এসেছে এবার। একটিই এসেছিল, কিন্তু সেটার প্রিমিয়র গোয়ায় হয়ে যাওয়ায় এখানে দেখানো গেল না। ওখানে অস্থির সময় চলছে, সেই কারণেই ছবির এন্ট্রিও কম হয়েছে। আমার নিজের খুব খারাপ লাগছে কারণ বাংলাদেশে অনেক ছবি নিয়ে গেছি, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওদের ছবি দেখানো যাচ্ছে না ভেবে মনখারাপ লাগছে।”

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *